হায়দরাবাদ, 10 জুন: ভিডিয়ো প্ল্যাটফর্মকে বিদায় জানাচ্ছেন ইউটিউবার তথা ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত ৷ সোমবার সকালের দিকে আচমকাই তাঁর এক পোস্ট ছড়িয়ে পড়ে সকলের মুখে মুখে ৷ মানসিকভাবে ভেঙে পড়া ঝিলম কেন দর্শকদের জন্য আর ভিডিয়ো করতে চাইছেন না, ওঠে প্রশ্ন ৷ খোঁজ নিল ইটিভি ভারত ৷
প্রথমেই দেখা যাক, নিজের ফেসবুক পেজে ঝিলম কী লিখেছেন ৷ পোস্টে তাঁর বক্তব্য, "বিদায়...করোনার ঢেউ আসার একটু আগে শুরু করেছিলাম শখের বশে ভিডিয়ো দেওয়া। ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভালবাসতাম। সেই তিনটে ভালোবাসা ফেটে বেরিয়ে আসতে চাইলো আমার ভিডিয়োগুলোর মাধ্যমে। শেষ তিনটে বছরে আমি ছয় লাখের বেশি মানুষকে টেনে আনতে পেরেছিলাম আমার ফেসবুক পেজটায়। লোকজন হাত উপুড় করে ভালোবাসা দিয়েছেন। ছোটরা রাস্তায় দেখলে জড়িয়ে ধরেছে।.... "
তারপর তিনি লেখেন, "কিন্তু সব কিছুর শেষ হয়। কোনো অজানা কারণে আমার ভিডিয়ো মানুষের কাছে পৌঁছতেই পারে না আর। জাস্ট হয় না। কারণ খোঁজার চেষ্টা অনেক করেছি। পারিনি। মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিয়ো শেয়ার করতে যাতে কোনও টেকনিকাল গ্লিচ থাকলে সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় আর রিচ শুধরে যায়। এই ভিডিয়ো ছাড়া আমার আর কিছু তো নেই। কেউ কথা শুনল না। আমি ফাঁকা হয়ে গেলাম। আমার ভিডিয়োগুলো আমার শক্তি ছিল। আমার আত্মসম্মান ছিল। আমার আত্মবিশ্বাস ছিল। সব ধ্বংস হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গিয়েছি মানসিক ভাবে। আমার আর কিছুই নেই। কিছু দেওয়ার নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই।..."