পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভালোবাসার দিবসে আসছে জিতু-শ্রাবন্তীর প্রেমের কমেডি 'বাবুসোনা' - VALENTINES DAY 2025

ভালোবাসার দিবসে আসছে জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমের কমেডি 'বাবুসোনা' ৷ নিজেই একথা জানালেন জিতু ৷

ETV BHARAT
ভালোবাসার দিবসে আসছে জিতু-শ্রাবন্তীর প্রেমের কমেডি 'বাবুসোনা' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 30, 2025, 7:33 PM IST

কলকাতা, 30 জানুয়ারি:এই ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তির পথে জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ফিল্ম 'বাবুসোনা'। এসকে মুভিজ প্রযোজিত অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবির মুক্তির দিন আজ সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন জিতু । পাশাপাশি শ্রাবন্তীর সঙ্গে একাধিক ছবিও শেয়ার করেছেন তিনি ।

গল্পটা একবার ঝালিয়ে নেওয়া যাক । বাবু আর সোনা লন্ডনে থাকে । সেখানেই তারা একটি শিশু অপহরণের ঘটনায় জড়িয়ে পড়ে । আর এই ঘটনার জেরেই আলাপ হয় বাবু এবং সোনার । গল্প বাঁক নেয় এখান থেকেই । পরিচালক আগেই জানিয়েছিলেন, ছবিটি অ্যাকশন কমেডি ঘরানার ।

জিতু-শ্রাবন্তীর ফিল্ম 'বাবুসোনা' (নিজস্ব চিত্র)

এখানে বাবুর চরিত্রে দেখা যাবে জিতুকে । তার পেশা হল সুপারি নিয়ে অপহরণ করা । যদিও সমাজের চোখে সে আইটি কোম্পানির মালিক । আর সোনার চরিত্রে থাকবেন শ্রাবন্তী । সে পেশায় চোর । সে আবার নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় । এরপর একটি অপহরণকে কেন্দ্র করে তারা একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ে । শুধু কি তাই ? প্রেমেও পড়ে একে অপরের ।

জিতু, শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে রয়েছেন পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য । লন্ডনে এই ছবির শ্যুটিং হয়েছে ।

প্রসঙ্গত, শ্রাবন্তী অভিনীত 'দেবী চৌধুরানী'ও মুক্তির পথে । সেই ছবি নিয়েও বেজায় ব্যস্ত শ্রাবন্তী । এই ছবিতে একেবারে অন্য শ্রাবন্তীকে আবিষ্কার করবে দর্শক। কৌশিক গঙ্গোপাধ্যায় 'কাবেরী' নিয়ে আসার পর বলেছিলেন, শ্রাবন্তীকে ঠিকভাবে ব্যবহার করেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি । তিনি নিজেকে কতটা ভাঙতে গড়তে পারেন তা দেখেনি ইন্ডাস্ট্রি । 'কাবেরী'র পর 'দেবী চৌধুরানী' কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সেই বক্তব্যের ফের প্রমাণ দেবে ।একইসঙ্গে 'বাবুসোনা'তেও শ্রাবন্তীকে বেশ ডেসপারেট ভূমিকায় দেখা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details