মুম্বই, 13 অগস্ট:সিলভার স্ক্রিনে অভিনেতা অমিতাভ বচ্চন তখনও স্ট্রাগল করে যাচ্ছেন ৷ সালটা 1973 ৷ পরিচালক প্রকাশ মেহরা তখন একটি ছবি করার কথা ভাবছেন ৷ তাঁকে একটা গল্প শোনালেন চিত্রনাট্যকার সালিম খান ৷ পুলিশ অফিসার বিজয়ের কাহিনী এতটাই মনে ধরল পরিচালকের শুরু হল শুটিং ৷ ছবির সংলাপ লিখলেন জাহেদ আখতর ৷ দর্শকরা পেলেন বলিউডের 'অ্যাংরি ইয়ং ম্যান'কে ৷ মুক্তি পায় জঞ্জির ৷ ঘুরে যায় অভিনেতা অমিতাভের ভাগ্যের চাকা ৷ চিত্রনাট্যকারের আসনে সেলিম-জাভেদ জুটিও পায় প্রতিষ্ঠা ৷
সেই জুটির সফরনামা এবার ধরা পড়ছে ওটিটি-র পর্দায় ৷ মুম্বইয়ে ডকুসিরিজ 'অ্যাংরি ইয়ং মেন' ট্রেলার লঞ্চে হাজির সালিম খান, জাভেদ আখতর ৷ সঙ্গে উপস্থিত আরবাজ খান, অর্পিতা শর্মা, সলমন খান, ফারহান আখতর, জোয়া আখতর, সোহেল খান-সহ আরও অনেকে ৷এক সাক্ষাৎকারে সলমন খান জানিয়েছিলেন এই ডকু-সিরিজ বাবা সালিম খান ও আখতর সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে বানানো হয়েছে ৷ পাশাপাশি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই জুটি আবার একসঙ্গে বলিউডে কাজ করা শুরু করুন ৷