পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিটাউনের 'অ্যাংরি ইয়ং মেন' জুটি সালিম-জাভেদ আসছে ওটিটির পর্দায় - Salman Khan Angry Young Men Series - SALMAN KHAN ANGRY YOUNG MEN SERIES

Angry Young Men Trailer launch in Mumbai: সময়টা সাতের দশক ৷ রূপোলি পর্দায় ভাগ্য অন্বেষণে দুই চিত্রনাট্যকার একসঙ্গে কাজ করা শুরু করেন ৷ তারপর তৈরি করেন ইতিহাস ৷ 'দিওয়ার', 'জঞ্জীর', 'দোস্তানা' বা 'শোলে'-'ডন'-এর মতো ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড করে ৷ জুটি হিসাবে ইন্ডাষ্ট্রিতে প্রতিষ্ঠা পান সেলিম খান ও জাভেদ আখতার৷ 12 বছর একসঙ্গে কাজ করার পর বন্ধুত্বে চলে আসে ইগোর লড়াই ৷ তারপর বিচ্ছেদ ৷ এই জুটির সফরনামা এবার আসছে ওটিটি-র পর্দায় ৷

Angry Young Men Trailer launch in Mumbai
সালিম-জাভেদ জুটি আসছে ওটিটির পর্দায় (সোশাল মিডিয়া/এএনআই)

By ANI

Published : Aug 13, 2024, 4:06 PM IST

মুম্বই, 13 অগস্ট:সিলভার স্ক্রিনে অভিনেতা অমিতাভ বচ্চন তখনও স্ট্রাগল করে যাচ্ছেন ৷ সালটা 1973 ৷ পরিচালক প্রকাশ মেহরা তখন একটি ছবি করার কথা ভাবছেন ৷ তাঁকে একটা গল্প শোনালেন চিত্রনাট্যকার সালিম খান ৷ পুলিশ অফিসার বিজয়ের কাহিনী এতটাই মনে ধরল পরিচালকের শুরু হল শুটিং ৷ ছবির সংলাপ লিখলেন জাহেদ আখতর ৷ দর্শকরা পেলেন বলিউডের 'অ্যাংরি ইয়ং ম্যান'কে ৷ মুক্তি পায় জঞ্জির ৷ ঘুরে যায় অভিনেতা অমিতাভের ভাগ্যের চাকা ৷ চিত্রনাট্যকারের আসনে সেলিম-জাভেদ জুটিও পায় প্রতিষ্ঠা ৷

সেই জুটির সফরনামা এবার ধরা পড়ছে ওটিটি-র পর্দায় ৷ মুম্বইয়ে ডকুসিরিজ 'অ্যাংরি ইয়ং মেন' ট্রেলার লঞ্চে হাজির সালিম খান, জাভেদ আখতর ৷ সঙ্গে উপস্থিত আরবাজ খান, অর্পিতা শর্মা, সলমন খান, ফারহান আখতর, জোয়া আখতর, সোহেল খান-সহ আরও অনেকে ৷এক সাক্ষাৎকারে সলমন খান জানিয়েছিলেন এই ডকু-সিরিজ বাবা সালিম খান ও আখতর সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে বানানো হয়েছে ৷ পাশাপাশি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই জুটি আবার একসঙ্গে বলিউডে কাজ করা শুরু করুন ৷

20 অগস্ট প্রাইম ভিডিয়োতে এই সিরিজ স্ট্রিমিং হবে ৷ সলমন খান প্রাইম ভিডিয়োর প্রেস নোটে বিবৃতি দিয়ে জানিয়েছেন, "ব্যক্তিগতভাবে সালিম ও জাভেদ আবার একসঙ্গে কাজ করুন আমি চাই ৷ ভাগ্য বলুন, সময় বলুন বা প্রফেশনাল পছন্দ, এই জুটি যখনই একসঙ্গে কাজ করবেন তখনই সেরা কিছু উপহার দেবেন ৷ বারতীয় সিনেমায় তাঁদের যে অবদান তার প্রতি শ্রদ্ধা জানাতেই অ্যাংরি ইয়ং ম্যান ডকু সিরিজ সামনে আনার প্রয়াস ৷"

তিনি আরও বলেন, " দুই চিত্রনাট্যকারের এই জার্নি সত্যিই অসাধারণ যা ভারতীয় সিনেমায় গল্প বলার সংজ্ঞা বদলে দিয়েছে ৷" সিরিজটি পরিচালনা করেছেন নম্রতা রাও মণীশ মেনঘানি ৷ প্রযোজনা করেছেন সলমন খান, সালমা খান, রীতেশ সিধওয়ানি, ফারহান আখতর, জোয়া আখতর ও রীমা কাগতি ৷ সালমি-জাহেদ জুটি মোট 22টি ছবিতে চিত্রনাট্যকার হিসাবে একসঙ্গে কাজ করেছেন ৷ যার মধ্যে রয়েছে দুটি কন্নড় ছবিও ৷ এরপর 1982 সালে ইগোজনিত সমস্যার কারণে তাঁরা আলাদা হয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details