কলকাতা, 11 ফেব্রুয়ারি: মঙ্গলবার থেকে শহরের বুকে শুরু হল ভারতের আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব । আয়োজনে 'ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া' । এই আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবটি চলবে 11 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত । ক্রীড়া বিষয়ক ছবিগুলি দেখানো হবে নন্দন 3-এ । তার আগে 10 ফেব্রুয়ারি সোমবার রোটারি সদনে হয়ে গেল এই ফেস্টিভ্যালের উদ্বোধন । উপস্থিত ছিলেন খ্যাতনামা ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, শতাক্ষী নন্দী, সুদেষ্ণা রায়, পরিচালক অভিজিৎ গুহ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ।
ঘণ্টা বাজিয়ে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দীপেন্দু বিশ্বাস । কলকাতায় ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল মহাসমারোহে শুরু হওয়ায় বেশ খুশি অতিথিরা । অভিনেত্রী বাসবদত্তা জানালেন, তাঁর ক্রীড়াপ্রীতির কথা । পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়ের কথায়, ক্রীড়া বিষয়ক ছবি চিরকালই টানে তাঁকে । তিনি ক্রীড়া বিষয়ক ছবির কথা বলতে গিয়ে ফিরে গেলেন 'কোনি'র স্মৃতিতে ।
পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বললেন, "বাংলাতেও আরও ফিল্ম হওয়া উচিত খেলা নিয়ে । আমার নিজেরও ইচ্ছে রয়েছে খেলা নিয়ে ছবি করার ।" এদিকে নৃত্যশিল্পী তথা অভিনেত্রী শতাক্ষী নন্দী চান স্পোর্টস ফিল্মে অভিনয় করতে । এই চলচ্চিত্র উৎসবে জুরি মেম্বার হিসেবে রয়েছেন পরিচালক অভিজিৎ গুহ । নানা দেশের স্পোর্টস ফিল্ম দেখে মুগ্ধ তিনি ।
এই ফেস্টিভ্যাল নিয়ে আশাবাদী চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদারও ৷ তিনি বলেন, এবছর আমরা পরীক্ষামূলকভাবে ফিল্ম ফেস্টিভ্যালে একটা নতুন বিভাগ করেছি ৷ তা হল এলজিবিটিকিউ খেলা নিয়ে ৷ যেখানে ভারতের একটি ছবি দেখানো হবে ৷ যেটি কলকাতার তিনজন তৈরি করেছে ৷ সঙ্গে শ্রীলঙ্কা ও আমেরিকার দুটি ছবিও দেখানো হবে ৷ এই ছবিগুলো প্রতিযোগিতার বাইরে থাকবে ৷
যার হাতে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হল সেই ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, "খেলা নিয়ে আলাদা করে ফিল্ম ফেস্টিভ্যাল - এটা একজন খেলোয়াড়ের কাছে খুব আনন্দের । আমাদের বাংলাতে আরও বেশি করে খেলা নিয়ে সিনেমা হওয়া উচিত ।"
চলতি বছরে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ফিকশন, নন ফিকশন, শর্ট ফিল্ম এবং এলজিবিটিকিউ বিষয়ক ছবি । এ বছরের চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির তালিকায় আছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'গোলন্দাজ' ।