কলকাতা, 12 এপ্রিল: রহস্য-খুনের জট খুলতে গরমের ছুটিতে পর্দায় উপস্থিত হচ্ছেন ফেলুদা ৷ নেপথ্যে পরিচালক সন্দীপ রায় ৷ সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'নয়ন রহস্য' মুক্তি পেতে চলেছে 10 মে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার ৷
পরিচালক সন্দীপ রায় বলেন, "নয়ন রহস্য একটি শিশুকে কেন্দ্র করে তৈরি। 'নয়ন রহস্য'র জন্য প্রত্যাশা অনেক বেশি কারণ এর প্রাণবন্ত দৃশ্যাবলী, সাসপেন্সফুল প্লট এবং সর্বজনীন আবেদন সব বয়সের দর্শকের কাছে অনুরণিত হবে বলে আশা করছি।"
ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনিও বলেছেন, "10 মে 'নয়ন রহস্য' মুক্তি নিয়ে আমি অত্যন্ত উত্তেজিত! সবাই নয়ন রহস্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এতে প্রতিটি চরিত্র সত্যিই স্পেশাল, তা সে জটায়ু, তোপসে বা অন্য কেউ। সামগ্রিকভাবে, আমরা উদ্বেগ, উত্তেজনা এবং আনন্দের মিশ্রণে মুক্তির অপেক্ষায় রয়েছি। আমাদের সবার প্রথম লুক প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি মানুষ এটি পছন্দ করবেন। গতবার আমরা দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি আশা করি ফেলুদার প্রতি তাদের ভালবাসা এবারও আমাদের সমর্থন জানাবে।"
আয়ুষ দাস তপেস রঞ্জন মিত্রর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, "নয়ন রহস্যর প্রথম লুক প্রকাশিত হয়েছে। আমরা গত বছর ছবিটির শুটিং করেছি। এটি এই বছর মুক্তি পাবে বলে খুব ভালো লাগছে। আমরা চেন্নাই এবং কলকাতায় শুটিং করেছি। অধীর আগ্রহে মুক্তির তারিখের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে, 'নয়ন রহস্য'র প্রথম লুকটি দর্শকদের সামনে এল। আর আমি সেগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত।" ছবিতে জটায়ু চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ গুহ। তিনি বলেন, "ফেলুদা ছবিতে জটায়ুর জুতোয় পা দেওয়া যে কোনও অভিনেতার জন্য একটি চ্যালেঞ্জ। অনস্ক্রিনে আবারও চরিত্রে অভিনয় করা সত্যিই একটি ট্রিট। অপেক্ষা করছি নয়ন রহস্যের গ্র্যান্ড রিলিজের জন্য।"