পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আবু ধাবিতে বসছে তারকাদের মেলা! আইফার মঞ্চ মাতাতে প্রস্তুত শাহরুখ-করণ - IIFA 2024 - IIFA 2024

IIFA Awards 2024: চলতি বছর আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে বিনোদন উপহার দিতে আসছেন শাহরুখ খান ও করণ জোহর ৷ সেপ্টেম্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসছে আবু ধাবিতে ৷ এবার কারা কারা পারফর্ম করবেন, এসেছে সামনে ৷

IIFA Awards 2024
আইফার মঞ্চ মাতাতে প্রস্তুত শাহরুখ-করণ (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 7:41 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: শাহরুখ খান ও করণ জোহর যেন বলিউডের 'করণ-অর্জুন' জুটি ৷ সিনেমায় যেমন এই জুটি ম্যাজিক তৈরি করেছে তেমনই বিভিন্ন পুরস্কার মঞ্চে দুই তারকার খুনসুটি উপভোগ করেন দর্শকরা ৷ এবারও সেই জুটি আসছে সামনে ৷ আবু ধাবিতে বসছে এবারের 'আইফা' পুরস্কার বিতরণীর আসর ৷ বাদশার সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন করণ জোহরও ৷ 27 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অ্যাওয়ার্ড ফাংশন ৷ আবু ধাবির ইয়াস দ্বীপে বসতে চলেছে তারকাদের মেলা ৷

স্বভাবতই প্রশ্ন উঠেছে, এবার কারা কারা মঞ্চ মাতাবে ৷ সূত্রের খবর, শাহিদ কাপুর বিশেষ ডান্স পারফর্ম্যান্স করতে চলেছেন ৷ তিনদিনের অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ 27 তারিখ আয়োজিত হবে আইফা উৎসাবম ৷ যেখানে দক্ষিণ ভারতীয় তারকাদের সম্মানিত করা হবে ৷ আইফা অ্যাওয়ার্ড সেন্টার স্টেজ নেবে 28 সেপ্টেম্বর ৷ 29 তারিখ বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে হবে গালা ইভেন্ট ৷ যার নাম দেওয়া হয়েছে 'আইফা রকস' ৷

আইফা টিমের তরফ থেকে এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ যেখানে শাহরুখ খান সঞ্চালনা নিয়ে নিজের উৎসাহ প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "আইফা সেলিব্রেশন ভারতীয় সিনেমায় অন্যতম ৷ এ এক অন্যতম জার্নি ৷ আইফার মঞ্চ মাতাতে প্রস্তুত আমি ৷ ভারতীয় সিনেমার উদযাপন এইবার অন্যরকমভাবে হতে চলেছে ৷" বিবৃতিতে পরিচালক করণ জোহর বলেন, "গত দু'দশক ধরে আইফা অন্যতম জার্নি হয়ে গিয়েছে আমার জীবনে ৷ আমার বাবা আইফা অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ছিলেন ৷ তার সেই ধারা বয়ে নিয়ে চলা তথা ভারতীয় সিনেমা উদযাপন একটা মিশন হয়ে গিয়েছে আমার কাছে ৷"

কোন কোন সিনেমা থাকছে নমিনেশনে?

সূত্রের খবর, রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল রয়েছে' প্রথম সারিতে ৷ 11টা নমিনেশন পেয়েছে এই ছবি ৷ সঙ্গে রয়েছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ এই ছবি পেয়েছে 10টা বিভাগে নমিনেশন ৷ এছাড়াও তালিকায় রয়েছে শাহরুখ খানের অ্যাকশন ছবি 'জওয়ান' ও 'পাঠান' ৷ রয়েছে বিক্রান্ত মেসির 'টুয়েলভথ ফেল' ছবিও ৷

ABOUT THE AUTHOR

...view details