মুম্বই, 2 জুলাই:টেলি দুনিয়ার আদর্শ বউমা থেকে এখনকার আইকন স্টার হিনা খান ৷ 2009 সালে 'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলাতা হ্যায়' ধারাবাহিকের মাধ্যমে তিনি বিনো দুনিয়ার পা-রাখেন। তবে তাঁকে স্টার হিসাবে পরিচিতি দিয়েছে বিগ বস ৷ সিজন 11-এ তাঁর এন্টারটেইন দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে তিনি আইকনিক স্টারে পরিণত হয়েছেন ৷ সম্প্রতি, হিনা খান স্তন ক্যানসারে আক্রান্ত, তাও তৃতীয় স্টেজে রয়েছেন। এরইমাঝে ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী জানালেন, অ্যাওয়ার্ড যখন নিচ্ছি তখন জানতাম পরদিন কেমো রয়েছে ৷
সোমবার রাতে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রী হিনা একটি অ্যাওয়ার্ড শো'তে রেড কার্পেটে নানাকরম পোজ দিয়ে ছবি তুলছেন ৷ তাঁর মুখে তখন হাসি, কাজের প্রতি তাঁর এতটাই নিষ্ঠা যে, পরদিনই রয়েছে তাঁর প্রথম কেমোথেরাপি ৷ তার ছাপ চোখমুখে ধরা পড়েনি ৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাতে রয়েছে অ্যাওয়ার্ডও ৷ এই ইভেন্টের আলাদা করে তিনি একগুচ্ছ ছবিও পোস্ট করেছিলেন গত 5 জুন ৷