পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ক্যানসার চিকিৎসার ক্ষত, 'দাগ দেখতে পাচ্ছেন না আশা'? পোস্টে জিজ্ঞাসা হিনার - Hina Khan - HINA KHAN

Hina Khan Health Update: শরীরে বাসা বেঁধেছে কর্কট রোগ ৷ কেমোথেরাপির পর হিনা খান ছবি শেয়ার করে তাঁর শারীরিক অবস্থার কথা প্রতি মুহূর্তে ইনস্টাগ্রামে জানাচ্ছেন ৷ ইতিমধ্যেই সাধের চুল কেটে ফেলেছেন টেলি অভিনেত্রী ৷ শরীরে দেখা গিয়েছে একাধিক ক্ষতচিহ্ন ৷ তবে ক্ষত গুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না, বরং জানালেন এগুলি তাঁর সুস্থতার লক্ষণ ৷

Hina Khan Health Update
ক্যানসার চিকিৎসার ক্ষত হিনা খান (অভিনেত্রীর এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 10:19 AM IST

Updated : Jul 7, 2024, 10:58 AM IST

মুম্বই, 7 জুলাই:ব্রেস্ট ক্যানসারের থার্ড স্টেজে রয়েছেন বলিউডের আইকনিক স্টার হিনা খান ৷ ইতিমধ্যই তাঁর সুস্থতা কামনা করেছেন বিশিষ্ট ব্যক্তি থেকে অগণিত ভক্তকুল ৷ কর্কট রোগ শরীরে থাবা বসিয়েছে বলে তিনি মোটেই ভেঙে পড়েননি। ফাইটারের মতো লড়াই করে চলেছেন ৷ অন্যদের সাহসও জোগাচ্ছেন ৷ একের পর এক পোস্ট করে শারীরিক অবস্থার কথা জানাচ্ছেন সোশাল মিডিয়ায় ৷

শনিবার হিনা খান নিজের দু'টি ছবি পোস্ট করেছিলেন ৷ তাতে দেখা যাচ্ছে তাঁর স্তনের পাশে ও গলার নীচে ক্যানসার চিকিৎসার চিহ্ন রয়েছে। টেলি তারকা জানিয়েছেন, তাঁর শরীরে ক্যানসারের ক্ষত দেখা যাচ্ছে ৷ আর তা দেখে তিনি একেবারেই কষ্ট পাচ্ছেন না। বরং তা ভালোবেসে আলিঙ্গন করেছেন ৷ কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। আর পোস্টের ব্য়াকগ্রাউন্ডে বাজছে কিশোর কুমারের জনপ্রিয় গান 'রুক জানা নেহি'।

মাথায় চুল ছোট করে কাটা। গোলাপি কাঁধকাটা টপ পরে হিনা ইনস্টায় লিখেছেন, "এই ছবিতে কী দেখছেন? আমার শরীরে দাগ নাকি চোখের আশা? দাগগুলি আমার, আমি তাদের ভালোবাসার সঙ্গে আলিঙ্গন করি কারণ তা আমার অগ্রগতির লক্ষণ। আমার চোখে আশা । মনে ইচ্ছাশক্তির প্রতিফলন- এখন যেন আমি সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাই। আমি সুস্থতার পথে এগোচ্ছি। আর আপনাদের (অন্য ক্যানসার রোগী) আরোগ্যের জন্যও প্রার্থনা করছি।" হিনার এই পোস্টে ভক্তরা কমেন্ট করেছেন ৷

হিনার এই পোস্টে তাঁকে বাহবা দিয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁর সাহস দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, 'তুমি একজন যোদ্ধা হিনা। তুমি জয়ী হবেই'। জানিয়েছেন অভিনেত্রীর এই লড়াইয়ে তাঁর পাশে আছেন। শ্রেয়া ঘোষাল, মোনা সিং, গুনীত মোঙ্গা, অর্জুন বিজলানি, আসিস কৌর, প্রমুখের মতো তারকারাও অভিনেত্রীকে সমর্থন করেছেন তাঁর এই লড়াইয়ে ৷

গত 28 জুন, ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ করেন হিনা। অভিনেত্রী জানান, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যেই প্রথম কেমো নিয়েছেন। কেমো নেওয়ার পরে নিজে হাতে সাধের লম্বা চুলও কেটে ফেলেছেন। এবার তাঁর শরীরে দাগও দেখা গিয়েছে ৷

Last Updated : Jul 7, 2024, 10:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details