হায়দরাবাদ, 10 ডিসেম্বর: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ বছরভর গুগল সার্চে প্রিয় সিনেমা থেকে গান খুঁজে বিনোদন উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা ৷ সার্চ অনুযায়ী, কোন 10টা গানে ট্রেন্ড করেছে গুগলে , দেখা যাক এক নজরে ৷
2024 সালে ব্যান্ড থেকে সিনেমার গান ফিরেছে লোকের মুখে মুখে ৷ তবে শ্রোতারা গুগলে যে সবসময় নতুন গানই খোঁজেন তা কিন্তু নয় ৷ গুগল সার্চ বলছে নতুন গানের সঙ্গে সঙ্গে পুরনো গানের সার্চও রয়েছে ট্রেন্ডে ৷ গুগলে 'Hum to search' ফিচারে ব্যবহারকারীরা গানের কথা ছাড়াই কেবল গুনগুন করে বা শিস দিয়ে গান শনাক্ত করতে দেয় ৷ এই বছরও সেই সার্চ বেশ জনপ্রিয় হয়েছে। মোট 10টি গানের মধ্যে সেরা ছ'টি গান রইল আপনাদের জন্য ৷
1) নাদানিয়া- 'ক্যায়সে তো গুণগুণায়ে, ছোটি ছোটি বাতো ম্যায় মুসকোরায়ে...' ৷ চলতি বছর জুন মাসে মুক্তি পায় অক্ষত আচারিয়ার এই গান ৷ গানের সুর, কথা লেখেন অক্ষত নিজে ৷ এমনকী, গানের প্রযোজনা করেন তিনি ৷ গুগুল সার্চে টপে রয়েছে এই গান ৷
2) হুস্ন- 2023 সালের নভেম্বর মাসে মুক্তি পায় এই গান ৷ অনুভ জৈনের লেখা, সুর করা ও গাওয়া সিঙ্গল ৷ অনুভের ইউটিউব চ্যানেলে এই গান আসে ৷ 2024 সালে গুগল টপ টেন সার্চে রয়েছে এই গান ৷