পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

টিকিট নেই! বিজয়ের ছবির বিশেষ স্ক্রিনিংয়ের দাবিতে পিটিশন দায়ের - GOAT Early Morning Shows - GOAT EARLY MORNING SHOWS

Thalapathy Vijay's upcoming film GOAT: 5 তারিখ তামিল, তেলুগু-সহ হিন্দিতেও মুক্তি পাচ্ছে 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' (গোট) সিনেমা ৷ দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখার জন্য ৷ তামিলনাড়ু সরকারের কাছে ইতিমধ্যেই আরও সকালে অথবা মধ্যরাতে ছবির বিশেষ স্ক্রিনিংয়ের জন্য পিটিশন দায়ের দায়ের করা হয়েছে ৷

Thalapathy Vijay's upcoming film GOAT
মুক্তির অপেক্ষায় বিজয়ের 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' (গোট) সিনেমা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 5:16 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর:দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' (GOAT) ছবির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ 5 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ছবি মুক্তির তারিখ যতই এগিয়ে আসছে ততই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে ৷ অ্যাকশনে ভরপুর এই ছবি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু ৷ প্রযোজনা করেছে এজিএস সংস্থা ৷

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের কাছে 'গোট' (GOAT)-এর বিশেষ স্ক্রিনিংয়ের অনুমতি চেয়ে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ছবি মুক্তির আগে ভোরবেলা বা মধ্যরাতে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হোক দর্শকদের জন্য ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহগুলিতে বিশেষ স্ক্রীনিংয়ের জন্য কোনও টিকিট বিক্রি হয়নি বলে ইটিভি ভারতকে জানিয়েছেন তামিলনাড়ু থিয়েটার মালিক সমিতির সভাপতি তিরুপুর সুব্রামানিয়ান।

ছবিটিতে বিজয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে ৷ বিজয় ছাড়াও, সাই-ফাই অ্যাকশন মুভিতে প্রশান্ত, স্নেহা, প্রভু দেবা, মোহন, লায়লা, মীনাক্ষী চৌধুরী, বৈভব, জয়রাম, এবং প্রেমগী আমারেনকে দেখা যাবে উল্লেখযোগ্য ভূমিকায় ৷ ছবি সঙ্গীত পরিচালনা করেছেন যুবন শঙ্কর রাজা। ফটোগ্রাফি পরিচালক হিসেবে কাজ করছেন সিদ্ধার্থ নুনি এবং সম্পাদনা করেছেন ভেঙ্কট রাজেন। ইতিমধ্যেই ছবির গান ও ট্রেলার মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক মহলে ৷ তবে সিনেপ্রেমীরা বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন ৷ এখন মধ্যরাতে বা ভোরে এই ছবির বিশেষ স্ক্রিনিং হয় কি না, তা সময় বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details