হায়দরাবাদ, 20 জানুয়ারি: কপালে ছোট্ট টিপ, চোখে গভীর কালো কাজল, চোখের মণি কটা ৷ মহাকুম্ভের মেলায় ভাইরাল মোনালিসা ৷ রুদ্রাক্ষ বিক্রি করে পয়সা রোজগার করতে এসেছিলেন ৷ কিন্তু তাঁর রূপে মুগ্ধ গোটা নেটপাড়া ৷ কে এই সুন্দরী ? থাকেন কোথায় ?
প্রতি বছরের মতো এই বছরও উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা জমজমাট ৷ 13 জানুয়ারি শুরু হওয়া এই মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 45 দিন ধরে চলবে। পূণ্যস্নানের আশায় দেশ-বিদেশের ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে আসেন ডুব দিতে। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ৷ এই বছর সেই মেলায় যেমন দেশ-বিদেশের নানা সাধু-সন্ন্যাসীরা নজর কেড়েছেন তেমন নজর কেড়েছেন মোনালিসা ৷
সাগর জ্যায়সি আঁখো ওয়ালি...
দেশের সবচেয়ে পরিস্কার শহর ইন্দোর থেকে পরিবারের সঙ্গে মহাকুম্ভে আসেন মোনা নামের এই মেয়েটি ৷ তাঁকে এখানে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে দেখা যায় ৷ তাঁর গভীর কালো চোখের প্রেমে পাগল এখন বিশ্ব ৷ নিমেষে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় মোনার ছবি ও ভিডিয়ো ৷ মোনার ভিডিয়োটি কেবল একজন নয়, লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এমনকী, অনেকে মোনার সৌন্দর্যকে তুলনা করেছেন মোনালিসার সঙ্গে ৷