হায়দরাবাদ, 14 জানুয়ারি: টাকা হাতানোর নতুন ফাঁদে 'গেমচেঞ্জার' ছবির নির্মাতারা ৷ টাকা না দিলে অনলাইনে ছবি লিক করে দেওয়ার হুমকি ৷ সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ ছবির নির্মাতারা ৷ মকর সংক্রান্তি আবহে মুক্তি পেয়েছে এস শঙ্কর পরিচালিত 'গেমচেঞ্জার' ৷ রামচরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি একদিকে যখন বক্সঅফিসে সাফল্য দেখছে অন্যদিকে বিপাকেও পড়েছে ৷ ছবির মূল বিষয়বস্তু সামনে এসে যাওয়ায় বক্সঅফিসে সমস্যায় পড়েছে 'গেমচেঞ্জার' ছবি ৷
নির্মাতাদের তরফে অভিযোগে বলা হয়েছে, 45 জনের একটা গ্রুপের তরফে ছবির প্রযোজক ও মূল সদস্যদের হুমকি দেওয়া হয়েছে ৷ হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ায় সেই হুমকি বার্তা দেওয়া হয়েছে ৷ হুমকি মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে ৷ যদি তা না দেওয়া হয় তাহলে অনলাইনে ছবির মূল পার্ট লিক করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রযোজকরা দাবি মানতে অস্বীকার করে ৷ এরপরে সিনেমাটি মুক্তির দু'দিন আগে কিছু দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যায়।