কলকাতা, 8 মে: বিশ্বজুড়ে বাঙালি-অবাঙালি নির্বিশেষে সমস্ত শিল্পীর কাছে পঁচিশে বৈশাখের আলাদা গুরুত্ব রয়েছে ৷ বিশ্বকবির জন্মদিনটিকে অনেকেই নিজেদের অ্যালবাম প্রকাশ ও পরিবেশনের জন্য বেছে নেন ৷ তবে কোনও ইউরোপীয়ান শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত প্রকাশের ঘটনা সত্যিই বিরল । রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে হাজির হয়েছে গানটির মিউজিক ভিডিয়ো ।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সঙ্গীত শিল্পী সৌমিতা সাহা ও ফরাসি সঙ্গীত শিল্পী গ্রেগ সৌজের যুগলবন্দি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে । গ্রেগ ও সৌমিতার কণ্ঠে 'পুরানো সেই দিনের কথা'র মিউজিক ভিডিয়ো প্রকাশ পেতে চলেছে মেলোটিউনস রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে । শিল্পীদের দ্বারা ভাগ করে নেওয়া গানের ক্লিপ ইতিমধ্যেই প্রশংসিত ।
পৈতীয়র শহরের গ্রেগ ও কলকাতা নিবাসী সৌমিতা এর আগেও কাজ করেছেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে । তাঁদের মিউজিক ভিডিয়ো স্থান পেয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে । তবে তখন সংগীতায়োজনে ছিলেন গ্রেগ ৷ এই প্রথম তিনি গাইলেন রবীন্দ্রসঙ্গীত ।
বাংলা সঙ্গীতের ইতিহাসে কোনও ফরাসি শিল্পীর বাংলা গান গাইবার নজির বিরল । আজকের দিনে কম বেশি সমস্ত শিল্পীই সমাজমাধ্যমে 'কন্টেন্ট ক্রিয়েটার', ও 'ইনফ্লুয়েন্সার' অর্থাৎ প্রভাব বিস্তার করেন । আর কলকাতার সৌমিতা নিজের সংস্কৃতির প্রচার ও প্রসার টেনে নিয়ে গিয়েছেন সুদূর ফ্রান্সে । সংগীতায়োজনের পাশাপাশি সৌমিতার সঙ্গে গানটি খুব সাবলীলভাবে গেয়েছেন গ্রেগ ৷