নয়াদিল্লি ও পটনা, 5 নভেম্বর:না-ফেরার দেশে গায়িকা সারদা সিনহা ৷ 72 বছর বয়সে মঙ্গলবার প্রয়াত হলেন তিনি। দীর্ঘদিন ধরেই মারণরোগ ক্যানসারে ভুগছিলেন! তাঁর গান ছাড়া ছটপুজোর উৎসব কল্পনাই করা যেত না। কিন্তু এবারের সেই উৎসবের ঠিক মুখেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবর ছেলে অংশুমান সিনহা নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে জানান এই দুঃসংবাদ।
26 অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় সারদাদেবীকে ভরতি করা হয় দিল্লির এইমসে ৷ সোমবার রাতে বিখ্যাত এই লোকসঙ্গীত শিল্পীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল বলে জানা যায় ৷ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ৷ আর সন্ধ্যার পরই এল তাঁর মৃত্যু সংবাদ ৷ বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
সঙ্গীতশিল্পী হিসেবে কর্মজীবনের শুরু থেকেই সারদাদেবী লোকসঙ্গীতকেই বেছে নেন। ভোজপুরী, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন। তাঁরে মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এমনকী, বলিউডের বিখ্যাত ছবিতেও গান গেয়েছেন সারদা। সলমন খান ও মাধুরী দীক্ষিতের 'হাম আপকে হ্যায় কউন' ছবিতে 'বাবুল' গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সারদা। বিশিষ্ট এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্সে পোস্টে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ৷
পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত বিহারের গায়িকা সারদা সিনহাকে নিয়ে কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় গুজব ছড়ায় । তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেই গুজবে ইতি টানতেই সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন শিল্পীর ছেলে অংশুমান সিনহা। ফেসবুক লাইভে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি ৷ অবশ্য সব লড়াই ব্যর্থ হল মঙ্গলবার।