কলকাতা, 25 ডিসেম্বর: শীতের পড়ন্ত বিকেল । টেকনিশিয়ান্স স্টুডিওর সব ফ্লোরে তখন নিদারুণ ব্যস্ততা । তাড়াতাড়ি গুটোতে হবে সিন । কারোর আবার এপিসোড জমা দেওয়ারও তাড়া । ইটিভি ভারত এ দিন কোনও মেগা সিরিয়ালের সেটে নয়, অপেক্ষা করছিল ফাইট মাস্টার, অ্যাকশন ডিরেক্টর ও স্টান্ট ম্যান সর্বোপরি একজন ফাইটারের জন্য ৷ তিনি চিত্ত কবিরাজ ।
সাতটি ভাষার ছবিতে ফাইটারের ভূমিকায় কাজ করে ফেলেছেন তিনি । কখনও ফাইট মাস্টার হিসেবে, কখনও কারোর ডামি হিসেবে, কখনও ঝুঁকিপূর্ণ স্টান্ট দিয়ে আহত হয়েছেন যিনি, তিনিই এই চিত্ত কবিরাজ । সময়মতো হাজির হলেন ফাইটার । হ্যাঁ, ফাইট মাস্টার হয়ে গেলেও নিজেকে চিরকাল ফাইটার বলেই পরিচয় দেবেন বলে অঙ্গীকারবদ্ধ চিত্ত কবিরাজ ।
সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির ডামি রোলে অভিনয় করেছেন তিনি 'ভোলা শঙ্কর' ছবিতে । চিত্ত কবিরাজের সঙ্গে আড্ডা দিতে গিয়েই জানা গেল, ঝুঁকি আছে এমন সিকোয়েন্সে নিজে থেকেই অভিনয় করতে চান তিনি । কেন না অন্যকে ঝুঁকির মুখে ফেলার থেকে নিজের এগিয়ে যাওয়া ভালো মনে করেন তিনি ৷ কিন্তু এসব কথা ভুলেও কখনও বলেন না নিজের পরিবারকে । পাছে তারা ভয় পায় ।
ঝুঁকির কথা পরিবারকে জানতে দেন না, ইটিভি ভারতে অকপট ফাইটার চিত্ত কবিরাজ (নিজস্ব ছবি) বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু, ওড়িয়া, ভোজপুরী- সবমিলিয়ে সাতটি ভাষায় ফাইটার হিসেবে কাজ করা হয়ে গিয়েছে তাঁর । আর ফাইট মাস্টার হিসেবে তিন বছর পার হয়ে গিয়েছে । কুড়ি বছরের কর্মময় জীবনে নয় নয় করে 300টি ছবিতে কাজ করে ফেলেছেন তিনি । মহিলা চরিত্রের ডামি হিসেবেই বেশি কাজ রয়েছে বলে জানান ফাইটার । আসন্ন কাজের মধ্যে রয়েছে 'খাকি 2', 'চড়ক' ।
'বহুরূপী'তে অনসূয়া মজুমদারের স্টেজ থেকে পড়ে যাওয়ার সিনটিতে তিনিই ছিলেন অভিনেত্রীর ডামি হিসেবে । অভিনেতাদের ব্যথা পেতে দেন না চিত্ত কবিরাজেরা । সব ব্যথা নিজেরাই হজম করে নেন । সদ্য মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর 'সন্তান'-এও রয়েছেন চিত্ত কবিরাজ । তাঁর কাজের ঝুলি পরিপূর্ণ । তারই গল্প শোনালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ।
ফাইট মাস্টার চিত্ত কবিরাজ (নিজস্ব ছবি)