কলকাতা, 29 জুলাই: রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক হিসেবে কাজে ফেরা, না ফেরা আজ গৌণ হয়ে দাঁড়িয়েছে ৷ পরিচালককে নিয়ে ঘটনার সূত্রপাত হলেও, আজ সমস্যা অনেক বড় আকার ধারণ করেছে টলিপাড়ায় ৷ প্রশ্নটা সংঘাতের নয়, সম্মান এবং অসম্মানের- এমনটাই মনে করছেন পরিচালক, প্রযোজকরা ৷
খুব তাড়াতাড়ি এই বিতর্কের সমাধান চাইছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ বাকিরা ৷ গত 27 জুলাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবির শুটিং থাকা সত্ত্বেও, ফ্লোরে আসেননি ফেডারেশনের আওতাভুক্ত একজন কলাকুশলীও ৷ কারণ, রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তাঁরা কাজ করবেন না ৷
অন্যদিকে, ডিরেক্টরস গিল্ডও এককাট্টা ৷ তাঁরাও দ্বিচারিতা মেনে নিতে রাজি না ৷ অভিযোগ উঠেছে, আলাপ আলোচনার মাধ্যমে রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনার কথা বলা হয়নি ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ ডিরেক্টরস গিল্ড হঠাৎ ই-মেইল পাঠিয়ে জানিয়েছে যে তারা রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনতে চায় ৷ এটা কোনও সঠিক পদ্ধতি নয় ৷ ফেডারেশনের দাবি, এর আগে এজিএম ও ইসি মিটিংয়ে তারা সই সাবুত করে জানিয়েছিল, তারা রাহুলকে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে চায় ৷ হঠাতই নিজেরা নিজেরা সিদ্ধান্ত বদলে ফেলল গিল্ড...