কলকাতা, 25 জুলাই: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে টলিউড তথা বাংলার অন্যান্য চিত্র পরিচালকরা ৷ রাহুলের বিরুদ্ধে ফেডারেশনের তরফে তিন মাসের কর্মবিরতির নির্দেশিকা আসার পরেই প্রতিবাদ পরিচালক-অভিনেতাদের ৷ বৃহস্পতিবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে বৈঠকে শামিল হচ্ছে 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'। বৈঠকে সিদ্ধান্তের পর ফেডারেশনে হাজির হবেন পরিচালকমণ্ডলী। চূড়ান্ত সিদ্ধান্ত কী হল, জানা যাবে তারপরেই ৷
এদিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেন ৷ তিনি লেখেন, "যত বেলা বাড়ছে আমাদের কাছেও মেঘ কেটে অনেক কিছু স্পষ্ট হচ্ছে। এটুকু সব পরিচালকদের তরফ থেকে বলতে পারি, এখানে কেউ হিরো বা ভিলেন নয়। আমরা পরিচালকরা নিরপেক্ষতার সঙ্গে এই পরিস্থিতি বোঝার চেষ্টা করব ৷ ক্লাসের বাইরে শাস্তি দিয়ে বের করে দেওয়া অনুজ সহকর্মীর কাজের পর্যালোচনা করব। যাতে ভবিষ্যতে ফেডারেশন ও আমাদের কর্ম স্বাধীনতার শৃঙ্খলা বজায় থাকে। কারণ শিল্পীকে ব্যান না গৌরবের, না কাঙ্ক্ষিত।"
ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে বৈঠক হওয়ার কথা তাদের নিজস্ব অফিসে। এই বৈঠকের পর ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসা হবে বলে ইটিভি ভারতকে ডিএইআই-এর তরফে জানিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়। এরপরেই জানা যাবে যে রাহুলের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই নতুন ছবি ঘোষণা করেন কিশমিশ' ও 'দিলখুশ' খ্যাত পরিচালক রাহুল ৷ এসভিএফ-এর প্রযোজনায় 'প্রোডাকশন নম্বর 171'-এর কাজ শুরু করার কথা ছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ৷ কিন্তু শুরুর আগেই থামতে হল তাঁকে।
নিয়ম ভঙ্গের কারণে 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার' (FCTWEI) তরফে পরিচালককে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয় ৷ প্রযোজনা সংস্থা এসভিএফ তাঁকে এরপর 'প্রোডাকশন নম্বর 171'-এর পরিচালনা থেকে সরিয়ে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবে সামনে আনা হয় ৷ রাহুলকে শাস্তি দেওয়ায় তাঁর পাশে দাঁড়ান কমলেশ্বর মুখোপাধ্যায়, পাভেল, ঋদ্ধি সেন, দেবালয় ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেকে ৷