চণ্ডীগড়, 27 নভেম্বর:ব়্যাপার বাদশার নাইট ক্লাব লক্ষ্য করে বোমা মারার ঘটনায় আতঙ্ক ছড়ায় ৷ চণ্ডীগড়ে বাদশার পানশালায় বোমা মারার ঘটনার দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং ৷ যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ক্লাবের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
গ্যাংস্টার নিল ঘটনার দায়ভার
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা সেক্টর 26-এর সেভিল বার এবং লাউঞ্জ এবং ডি'ওরা ক্লাবের বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে। একটি ফেসবুক পোস্টে গ্যাংস্টার গোল্ডি ব্রার নিজেকে এবং লরেন্স গ্যাংকে ট্যাগ করে লিখেছে যে ক্লাব মালিকরা 'প্রটেকশন মানি' না দেওয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে।
ফেসবুক পোস্টে, গ্যাংস্টার গোল্ডি ব্রার স্পষ্ট লিখেছেন, "আমরা এই ক্লাবগুলির মালিকদের সুরক্ষার জন্য অর্থের দাবি করেছিলাম ৷ কিন্তু বিগত কয়েক দিন ধরে ক্লাব মালিকরা আমাদের ফোন উপেক্ষা করছিল ৷ তাঁদের বোঝানোর জন্য বিস্ফোরণ করা হয়েছে ৷ যাতে এই আওয়াজ তাঁদের কানে পৌঁছাতে পারে। এখন যাঁরা আমাদের ফোন উপেক্ষা করে তাঁদের বোঝা উচিত যে আমাদের পরবর্তী পদক্ষেপ বড় কিছু হতে পারে ৷"