কলকাতা, 10 মে:তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষীত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' ৷ সুকুমার পরিচালিত এই ছবির টাইটেল ট্র্যাক হাজির হয়েছে শ্রমিক দিবসে ৷ তেলুগু ও হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, মালয়লম ও বাংলাতেও মুক্তি পেয়েছে এই গান ৷ বাংলায় গানটি গেয়েছেন তিমির বিশ্বাস ৷ এই গানের কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । এই গান নিয়ে তাঁর আবেগের কথা জানতে ইটিভি ভারত যোগাযোগ করে তিমিরের সঙ্গে । কী বললেন তিনি ?
ইটিভি ভারত:সুযোগ এলো কীভাবে ?
তিমির: শ্রীজাতদা যখন বাংলা ভার্সানটা লিখছিলেন, তখন ছবির টিম থেকে জানতে চেয়েছিল, বাংলার কোন শিল্পীর গলা এই গানটির সঙ্গে খাপ খাবে ? শ্রীজাতদা তখন আমার নাম বলেন । ওঁরা আমার গলার রেঞ্জ, টেক্সচার শুনে অনেক রিসার্চ করেন । আমি কতটা পারব তা খতিয়ে দেখেন । তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন । এভাবেই আসে সুযোগ । আমি শ্রীজাতদা'র কাছে কৃতজ্ঞ । আর ওঁর গানের কথা নিয়ে তো কোনও কথা হবে না ।
ইটিভি ভারত: কতদিনের অনুশীলন ছিল ?
তিমির: একদিনেরও না । স্টুডিয়োতে গিয়েই প্রথম শুনি । এরপর রেকর্ডিং হয় । ওঁরা চেয়েছিলেন, আমি নিজের মতো করে যেন গাই, গানের সুর ঠিক রেখে । যেন কোনওভাবে অন্য ভার্সানের অনুকরণ না হয়ে যায় । আমিও আমার ছন্দেই গেয়েছি । একটা স্তবক আমি একটু আলাদাভাবে গেয়েছি । ওঁরা সেটাই রেখেছেন । একটা ভার্সান ওঁদের পছন্দ অনুযায়ী রেকর্ড করেছেন । আর রিহার্সালের কথা হচ্ছিল । এ রকম আমাদের এখানেও হয় । স্টুডিয়োতে গিয়ে একবার দু'বার শুনে গাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে । আমারও আছে ।
ইটিভি ভারত: এখানকার সঙ্গে ওখানকার কোনও পার্থক্য ?