পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

18 বছরের দাম্পত্য সম্পর্কে আইনি বিচ্ছেদে সিলমোহর, পথ আলাদা ধনুশ-ঐশ্বর্যর - DHANUSH AND AISHWARYA RAJINIKANTH

অবশেষে দুজনের পথ হল আলাদা ৷ ধনুশ-ঐশ্বর্যর 18 বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সিলমোহর দিল চেন্নাই আদালত ৷

Dhanush and Aishwarya Rajinikanth
পাকাপাকি পথ আলাদা ধনুশ-ঐশ্বর্যর (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 2:50 PM IST

হায়দরাবাদ, 28 নভেম্বর: শেষ হল দীর্ঘ 18 বছরের পথ চলা ৷ অফিসিয়ালি একে অপরের থেকে আলাদা হলেন দক্ষিণী তারকা ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত ৷ 21 নভেম্বর চেন্নাইয়ের ফ্যামিলি কোর্টে দুই তারকা উপস্থিত হন ৷ সেখানে বিচারকের সামনে দুজনেই একে অপরের থেকে আলাদা থাকার বিষয়ে সম্মতি জানান ৷ এরপর 27 তারিখ রায় দেন বিচারক ৷

চেন্নাইয়ে 2004 সালে মহা ধূমধামে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধনুশ ও সুপারস্টার রজনীকান্তে বড় মেয়ে ঐশ্বর্য ৷ 18 বছরের মিষ্টি মধুর দাম্পত্য জীবনে অবশেষে ইতি টানলেন তাঁরা ৷ যৌথভাবে তাঁরা এক স্টেটমেন্ট সামনে এনেছেন ৷ সেখানে লেখা, "18 বছর আমরা একে অপরের সঙ্গে বন্ধু হিসাবে, দম্পতি হিসাবে, শুভাকাঙ্খী হিসাবে ও সন্তানের বাবা-মা হিসাবে ছিলাম ৷ এই জার্নির মধ্য দিয়ে একে অপরের সঙ্গে গড়ে ওঠে বোঝাপোড়া, অ্যাডজাস্ট ও অ্যাডাপ্টিং ৷"

স্টেটমেন্টে আরও লেখা হয়, "এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমাদের পথ আলাদা হয়ে গেল ৷ দম্পতি হিসাবে আমরা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি ৷ ভালো থাকার জন্য আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি ৷ আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করুন ৷ আমাদের ব্য়ক্তিগত পরিসরকে সম্মান করবেন, এমন আশা রাখছি ৷" যদিও ধনুশ ও ঐশ্বর্য বাবা-মা হিসাবে দুই ছেলে যাত্রা ও লিঙ্গার দায়িত্ব পালন করবেন ৷ মূলত, 2022 সালে তাঁরা একে অপরের থেকে বিচ্ছেদ ঘোষণা করেছিল ৷ অবশেষে সেই বিচ্ছেদে পড়েছে সিলমোহর ৷

অন্যদিকে, নয়নতারার সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ধনুশ ৷ মাদ্রাস হাইকোর্টে নয়নতারা ও তাঁর পরিচালক স্বামী ভিগনেশ শিবার বিরুদ্ধে মামলা করেছেন ধনুশ ৷ নেটফ্লিক্সের ডকুমেন্টারি 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল'-এ নানুম রাউডি ধান ছবির দৃশ্য ব্যবহার করার জন্য কপিরাইটের অভিযোগ তুলেছেন ধনুশ ৷ সেই জল গড়িয়েছে এখন আদালত পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details