পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মেয়ে দুয়াকে আগলে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা, পিঠে ভরসার হাত রণবীরের - DEEPIKA RANVEER DAUGHTER

দু'মাস আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা ৷ দীপাবলিতে মেয়ের প্রথম ছবি পোস্ট করেন ৷ এবার মেয়েকে প্রথমবার প্রকাশ্য়ে আনলেন দীপবীর জুটি ৷

DEEPIKA RANVEER DAUGHTER
মেয়ে দুয়াকে আগলে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 8, 2024, 4:06 PM IST

মুম্বই, 8 নভেম্বর:দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে বিমানবন্দরে হাজির দীপবীর ৷ মেয়েকে বুকে আগলে প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রণবীরকে দেখা গেল দীপিকার ঠিক পিছনেই ভরসার হাত পিঠে রাখতে ৷ এই দৃশ্য নিমেষের ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ নেটাগরিকদের প্রশ্ন কোথায় চললেন তিনজন?

একটি বিনোদনমূলক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুক্রবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, দুয়ার জন্মের পর প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়াকে নিয়ে মুম্বইয়ের বিমানবন্দরে টার্মিনালে দেখা গিয়েছে তাঁদের ৷ দুয়াকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন দীপিকা। পিছনে রণবীর ৷ দুয়াকে যেহেতু কোলে নিয়ে বিমানবন্দরে সিঁড়িতে উঠছেন দীপিকা, তাই পিঠে ভরসার হাত রেখেছেন রণবীর ৷ ওই ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, "দীপিকা পাড়ুকোনকে কালিনা বিমানবন্দরে ছোট্ট পরী দুয়ার সঙ্গে দেখা গিয়েছে ৷"

তবে এয়ারপোর্টে মা-বাবার সঙ্গে দুয়া আছে বোঝা গেলেও, খুদের মুখ স্পষ্ট নয়। দেখা যায়, সবরকমভাবে তা ঢেকে রাখার চেষ্টা করছেন দীপিকা। এটা পরিষ্কার যে অন্যান্য তারকা দম্পতির মতো দীপবীর জুটি এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনছেন না ৷ এদিন গোলাপি রঙের হুডি ছিল রণবীরের গায়ে। দীপিকা ছিলেন সাধারণ পোশাকে। চুল খোলা। সবাইকে অবাক করা যে বিষয়, অর্থাৎ দম্পতিকে দেখা গেল কোনও ন্যানি ছাড়াই। যা সাধারণত তারকাদের ক্ষেত্রে হয় না-বললেই চলে।

উল্লেখ্য, 8 সেপ্টেম্বর এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন দম্পতি। এবছরের দীপাবলিতে, দীপিকা এবং রণবীর তাঁদের মেয়ের প্রথম ছবি শেয়ার করেছেন এবং তার নামও প্রকাশ করেছেন। তখনই জানা যায়, তার নাম রাখা হয়েছে দুয়া পাড়ুকোন সিং। সেদিন মেয়ের পায়ের ছবি শেয়ার করেছিলেন দীপিকা ৷ আর আজ এলেন প্রকাশ্যে ৷

মেয়ে দুয়ার কোন কোন অভ্যাসে আবেগতাড়িত দীপিকা, প্রকাশ্যে ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details