মুম্বই, 8 নভেম্বর:দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে বিমানবন্দরে হাজির দীপবীর ৷ মেয়েকে বুকে আগলে প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রণবীরকে দেখা গেল দীপিকার ঠিক পিছনেই ভরসার হাত পিঠে রাখতে ৷ এই দৃশ্য নিমেষের ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ নেটাগরিকদের প্রশ্ন কোথায় চললেন তিনজন?
একটি বিনোদনমূলক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুক্রবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, দুয়ার জন্মের পর প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়াকে নিয়ে মুম্বইয়ের বিমানবন্দরে টার্মিনালে দেখা গিয়েছে তাঁদের ৷ দুয়াকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন দীপিকা। পিছনে রণবীর ৷ দুয়াকে যেহেতু কোলে নিয়ে বিমানবন্দরে সিঁড়িতে উঠছেন দীপিকা, তাই পিঠে ভরসার হাত রেখেছেন রণবীর ৷ ওই ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, "দীপিকা পাড়ুকোনকে কালিনা বিমানবন্দরে ছোট্ট পরী দুয়ার সঙ্গে দেখা গিয়েছে ৷"