কলকাতা, 18 অক্টোবর:কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল প্রখ্যাত সংবাদ সঞ্চালক, বাচিক শিল্পী তথা অভিনেতা দেবরাজ রায়ের ৷ বৃহস্পতিবার প্রয়াত হন তিনি । আজ প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ । শেষদিন পর্যন্ত তাঁর ছায়াসঙ্গী ছিলেন স্ত্রী তথা বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী অনুরাধা রায় । শেষযাত্রায় হাজির ছিলেন প্রবীর রায়, বোধিসত্ব মজুমদার, দেবাশিস কুমার । তবে অনুরাধা রায়ের পাশে এদিন ছিলেন না টলিপাড়ার কেউই ।
সংবাদ মাধ্যমকে এদিন অনুরাধা রায় বলেন, "অনেক কিছুই পারত মানুষটা । কারওকে জানাল না । আমিই জেনে গেলাম । অডিয়ো নাটকে অসামান্য দক্ষতা ছিল । অডিয়ো নাটক, মঞ্চ নাটক, পর্দায় অভিনয়, সঞ্চালনা সবই জানত । প্রকাশ ছিল না কোনও । প্রচার বিমুখ ছিলেন । সঠিক মূল্যায়ন হল না দেবরাজের, ঠিক যতটা ওর হওয়া উচিত ছিল ।"