মুম্বই, 19 অক্টোবর: প্রতি বছর কার্তিক মাসে পালিত হয় করবা চৌথ। এই মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে করবা চৌথ পালন খুবই শুভ ৷ মূলত, স্বামীর মঙ্গল কামনায় এদিন স্ত্রীরা নির্জলা উপোস করে করবা চৌথের ব্রত পালন করেন। তবে চাঁদ ওঠার সময়টি গুরুত্বপূর্ণ। চালুনি ও প্রদীপ নিয়ে চাঁদের দিকে তা রেখে তারপর স্বামীর হাত থেকেই প্রথম জল পান করে উপবাস ভাঙেন স্ত্রীরা ৷ কিন্তু স্ত্রীর মঙ্গল কামনায় পাশাপাশি স্বামীরাও উপোস রাখেন ৷ সকাল থেকে কিছুই না-খেয়ে স্ত্রীকে সঙ্গ দেন বিরাট কোহলি, ভিকি কৌশল, অভিষেক বচ্চন থেকে রণবীর সিংরা ৷
করবা চৌথ, অনুষ্ঠানটি প্রধানত উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের উৎসব। নির্জলা উপোস করা হয় এদিন যা অন্যতম হিসেবে বিবেচিত। এবছর 20 অক্টোবর সকাল 6.46 থেকে 21 অক্টোবর 4.16 পর্যন্ত করবা চৌথ পালিত হবে। এই অনুষ্ঠানে প্রত্যেক নারীরা নিজেদের সাজিয়ে তোলেন অনন্যভাবে। নতুন শাড়ি, নতুন গয়না সবটাই থাকে নতুন। এবারের করবা চৌথ 2024-র পুজোর নিয়ম
শুভ সময়-
পুজোর করার শুভ সময়, 20 অক্টোবর বিকাল 5.46 থেকে সন্ধ্যা 7.53 পর্যন্ত ৷
উপোসের সময়-
সকাল 6.27 থেকে সন্ধ্যা 7.53 পর্যন্ত করবা চৌথের উপোসের সময়।
চাঁদ কখন দেখা যাবে ?
রাত 7.53 নাগাদ আকাশ মেঘলা না-থাকলে চাঁদ দেখতে পাওয়ার যাবে।
করবা' অর্থাৎ মাটির পাত্র এবং 'চৌথ' অর্থাৎ চতুর্থী, এই দুই মিলিয়েই এই উৎসবের নামকরণ। করবা চৌথে মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘমেয়াদি জীবনের জন্যে নির্জলা উপোস করে। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপোস ভাঙাই এই উৎসবের মূল প্রথা। সূর্যোদয়ের আগে থেকে শুরু হয় উপোস এবং সেটি চাঁদ না-দেখতে পাওয়া পর্যন্ত ভাঙা যায় না। এই উপোসের নিয়মগুলি বেশ কঠিন এবং পালন করতে হয় অত্যন্ত নিষ্ঠা করে। তবে স্ত্রীর দীর্ঘায়ু কামনায় উপোস করেন স্বামীরাও ৷ স্বামী, স্ত্রী একসঙ্গেও উপোস করেন ৷ যেমন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর সিং-দীপিকা পাড়ুকেন, আয়ুষ্মান খুরানা-তাহিরা কাশ্যপ ও রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি-সহ অন্যান্য সেলেব জুটি ৷
1. বিরাট কোহলি-
2017 সালে গাঁটছড়া বাঁধার পর একসঙ্গে করবা চৌথ পালন করেন বিরাট ও অনুষ্কা। শুধু অনুষ্কাই নন, স্ত্রীর সঙ্গে উপোস করেন বিরাটও। তবে গত বছর অনুষ্কা ছিলেন সন্তানসম্ভবা ৷ এবছর 20 ফেব্রুয়ারি তাঁরা অকায় অর্থাৎ তাঁদের পুত্র সন্তানের খবর জানান সোশাল মিডিয়ায় ৷