পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিরাট-ভিকি থেকে রণবীর-অভিষেক, স্ত্রী'র জন্য করবা চৌথের উপোস রাখেন সেলেবরা - KARWA CHAUTH 2024

'নীলে নীলে অম্বর পর চাঁদ যব আয়ে...', কিশোর কুমারের এই গানের দারুণ অভিজ্ঞতা হয়েছিল স্ত্রী অনুষ্কা, ক্যাটরিনা, ঐশ্বর্য থেকে দীপিকাদের ৷

KARWA CHAUTH 2024
স্ত্রীর জন্য করবা চৌথের উপোস রাখেন সেলেবরা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 19, 2024, 6:09 PM IST

মুম্বই, 19 অক্টোবর: প্রতি বছর কার্তিক মাসে পালিত হয় করবা চৌথ। এই মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে করবা চৌথ পালন খুবই শুভ ৷ মূলত, স্বামীর মঙ্গল কামনায় এদিন স্ত্রীরা নির্জলা উপোস করে করবা চৌথের ব্রত পালন করেন। তবে চাঁদ ওঠার সময়টি গুরুত্বপূর্ণ। চালুনি ও প্রদীপ নিয়ে চাঁদের দিকে তা রেখে তারপর স্বামীর হাত থেকেই প্রথম জল পান করে উপবাস ভাঙেন স্ত্রীরা ৷ কিন্তু স্ত্রীর মঙ্গল কামনায় পাশাপাশি স্বামীরাও উপোস রাখেন ৷ সকাল থেকে কিছুই না-খেয়ে স্ত্রীকে সঙ্গ দেন বিরাট কোহলি, ভিকি কৌশল, অভিষেক বচ্চন থেকে রণবীর সিংরা ৷

করবা চৌথ, অনুষ্ঠানটি প্রধানত উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের উৎসব। নির্জলা উপোস করা হয় এদিন যা অন্যতম হিসেবে বিবেচিত। এবছর 20 অক্টোবর সকাল 6.46 থেকে 21 অক্টোবর 4.16 পর্যন্ত করবা চৌথ পালিত হবে। এই অনুষ্ঠানে প্রত্যেক নারীরা নিজেদের সাজিয়ে তোলেন অনন্যভাবে। নতুন শাড়ি, নতুন গয়না সবটাই থাকে নতুন। এবারের করবা চৌথ 2024-র পুজোর নিয়ম

শুভ সময়-

পুজোর করার শুভ সময়, 20 অক্টোবর বিকাল 5.46 থেকে সন্ধ্যা 7.53 পর্যন্ত ৷

উপোসের সময়-

সকাল 6.27 থেকে সন্ধ্যা 7.53 পর্যন্ত করবা চৌথের উপোসের সময়।

চাঁদ কখন দেখা যাবে ?

রাত 7.53 নাগাদ আকাশ মেঘলা না-থাকলে চাঁদ দেখতে পাওয়ার যাবে।

করবা' অর্থাৎ মাটির পাত্র এবং 'চৌথ' অর্থাৎ চতুর্থী, এই দুই মিলিয়েই এই উৎসবের নামকরণ। করবা চৌথে মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘমেয়াদি জীবনের জন্যে নির্জলা উপোস করে। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপোস ভাঙাই এই উৎসবের মূল প্রথা। সূর্যোদয়ের আগে থেকে শুরু হয় উপোস এবং সেটি চাঁদ না-দেখতে পাওয়া পর্যন্ত ভাঙা যায় না। এই উপোসের নিয়মগুলি বেশ কঠিন এবং পালন করতে হয় অত্যন্ত নিষ্ঠা করে। তবে স্ত্রীর দীর্ঘায়ু কামনায় উপোস করেন স্বামীরাও ৷ স্বামী, স্ত্রী একসঙ্গেও উপোস করেন ৷ যেমন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর সিং-দীপিকা পাড়ুকেন, আয়ুষ্মান খুরানা-তাহিরা কাশ্যপ ও রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টি-সহ অন্যান্য সেলেব জুটি ৷

1. বিরাট কোহলি-

2017 সালে গাঁটছড়া বাঁধার পর একসঙ্গে করবা চৌথ পালন করেন বিরাট ও অনুষ্কা। শুধু অনুষ্কাই নন, স্ত্রীর সঙ্গে উপোস করেন বিরাটও। তবে গত বছর অনুষ্কা ছিলেন সন্তানসম্ভবা ৷ এবছর 20 ফেব্রুয়ারি তাঁরা অকায় অর্থাৎ তাঁদের পুত্র সন্তানের খবর জানান সোশাল মিডিয়ায় ৷

2.ভিকি কৌশল-

করবা চৌথে স্বামীর মঙ্গলকামনায় উপবাস করেন স্ত্রীরা। এরপর চাঁদের দেখা পেলে চালুনিতে একবার স্বামীর মুখ আর একবার চাঁদের মুখ দেখে স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন। প্রথম করবা চৌথে ঠিক এই নিয়মই পালন করেছিলেন ক্যাটরিনা। সারাদিন উপবাস করেছিলেন সঠিক নিয়ম মেনেই। স্ত্রী উপবাস করছেন, ভিকি কী করে খেয়ে থাকেন ? একই জিনিস করেছিলেন ভিকিও।

3. রণবীর সিং-

দীপিকা পাডুকোনকে তিনি যে ঠিক কতটা ভালোবাসেন তা সবার সামনে বলতে কখনও দ্বিধা করেননি রণবীর সিং। টিভি শো হোক বা সোশাল মিডিয়া, সর্বত্র তিনি দীপিকা ভজনায় মজে। সেই রণবীর সিং যে করবা চৌথ করবেন স্ত্রীর জন্য তাতে অবাক হওয়ার কি বিশেষ কিছু আছে? নেটাগরিকরা বলছেন একদমই না ৷ তিনি দীপিকা পাড়ুকোনের দীর্ঘায়ু প্রার্থনা করে ব্রত রাখেন ৷ জন্ম জন্মান্তর তাঁকেই স্ত্রী হিসেবে পাশে চান সুপারস্টার। অবশ্য গত মাসে অর্থাৎ 8 সেপ্টেম্বর দীপিকা জন্ম দিয়েছেন কন্যা সন্তানের ৷ নয়া অধ্যায় শুরু হয়েছে তাঁদের জীবনে ৷

4.অভিষেক বচ্চন-

প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলি ডিভা ঐশ্বর্য রাই বিবাহিত 17 বছর ধরে ৷ বর্তমানে তাঁর ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবন নিয়ে নানা গুঞ্জন চললেও কখনই তাঁরা কিছুই প্রকাশ্যে আনেন না ৷ তবে প্রতি করবা চৌথে ঐশ্বর্যর জন্য উপবাস করেন ৷ একবার এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছিলেন অভিষেক বচ্চন ৷

5.আয়ুষ্মান খুরানা-

অভিনেতা আয়ুষ্মান খুরানার শৈশবের প্রিয়তমা, তাহিরা কাশ্যপকে বিয়ে করেন 2008 সালে ৷ বিয়ের পর থেকে প্রতিবছর তাহিরার দীর্ঘায়ু কামনা করে করবা চৌথের উপোস করেন ৷ 2019-এ তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত হন তখন তিনি উপোস করতে পারেননি ৷ কিন্তু তখন আয়ুষ্মান ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। তিনি তাঁর হাতে তাহিরার আদ্যক্ষর-সহ একটি ছবি শেয়ার করেন আর জানান, তিনি তাঁর দীর্ঘ জীবনের জন্য উপবাস করছেন।

6. রাজ কুন্দ্রা-

দিনভর নির্জলা উপোস করে, সন্ধেবেলা আকাশে চাঁদ দেখে এরপর রাজের হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেন শিল্পা শেট্টি ৷ পাশাপাশি রাজও শিল্পার হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেন ৷

বিয়ের পর পরিণীতি-কিয়ারার প্রথম করবা চৌথ, আর কোন কোন তারকারা মাতলেন এই উৎসবে? দেখুন ছবি

ABOUT THE AUTHOR

...view details