পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বনি-সৌরভের জীবনে নতুন 'ঝড়', সামলাতে পারবেন কি? - BENGALI MOVIE JHOR

পরিচালক অ্যান্থনি জেন টলিউডে পরিচিত 'কোথায় তুমি' ও 'পাপ্পুর বিয়ে' বাংলার ছবির জন্য় ৷

Etv Bharat
মুখোমুখি সৌরভ-বনি (PR Handsout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 1, 2024, 1:50 PM IST

কলকাতা, 1 নভেম্বর: এই মুহূর্তে টলিউডে থ্রিলার, সাসপেন্স দর্শক টানতে অন্যতম সম্পদ বলা যায়। বনি সেনগুপ্ত এবং সৌরভ দাসকে নিয়ে থ্রিলার ছবি আনছেন পরিচালক আন্থনি জেন। নাম 'ঝড়' ৷ পুরোপুরি থ্রিলার, সাসপেন্স মিশ্রিত এই ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাসকে। অভিনেতা বনি-সৌরভের সঙ্গে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা।

জানা গিয়েছে, ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। কালিম্পং শহরের এক সুন্দর সকাল থেকে গল্পের শুরু। জেন, মোনা, নাসিফা, শিখা তাঁদের কলেজ হোস্টেলে। জেন মাইকেল স্যারকে মনে মনে ধন্যবাদ জানায়। কারণ মাইকেল স্যার জেনের বাবা-মাকে বুঝিয়ে কালিম্পং-এ এনেছে জেনকে।

জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবে। তার উপরে অনেকটা ভরসা জেনের। কলেজে জেন-এর সঙ্গে সৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক এগোতে থাকে। জেন বেশ সুখেই ছিল। কিন্তু সুখ বেশিদিন থাকেনি ৷ হঠাৎ জেনকে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছে। জেন যখন কোমায় শুয়ে, অন্যদিকে মোনা, নাসিফা নিখোঁজ হয়ে যায় ৷ গল্প মোড় নেয় এখান থেকে। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের। এবারে গল্পের মোড় নেবে কোন দিকে? এই সব কিছু নিয়েই বাংলা ছবি 'ঝড়'।

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। ছবির শ্যুটিং শুরু হবে কলকাতা শহরে ও নর্থ বেঙ্গলে। ছবিটি মুক্তি পাবে 'পিএস এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে। ছবির মিউজিক এর দায়িত্বে রয়েছেন সমিধ ৷ টানটান সাসপেন্স ও থ্রিলারে আসছে বনি-সৌরভ এর নতুন ছবি 'ঝড়'।

ABOUT THE AUTHOR

...view details