পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পাল্টাচ্ছে মুখ! বড় পর্দায় ফের 'অমর সঙ্গী', মুক্তি কবে? - BIKRAM SOHINI ON OMORSHONGI

ফের বড়পর্দায় আসছে অমর সঙ্গী ৷ তবে সঙ্গীদের মুখ অন্য। এবার প্রেমিক যুগলের চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।

Amar songi
বড় পর্দায় ফের 'অমর সঙ্গী' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 7, 2024, 4:16 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: সালটা 1987। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিজয়েতা পণ্ডিত অভিনীত 'অমর সঙ্গী'তে মজেছিল আপামর বাঙালি। 'তোমার মুখটা কী সুন্দর...' থেকে 'চিরদিনই তুমি যে আমার..' গানে এক কথায় ভেসেছিল আপামর বাঙালি। এবার আরও একবার বাংলা সিনেমায় 'অমর সঙ্গী'। তবে সঙ্গীদের মুখ অন্য। এবার প্রেমিক যুগলের চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। সম্প্রতি সামনে এসেছে ছবির মুক্তির দিন।

প্রথমবার বাংলা ছবির পরিচালনা নিয়ে পরিচালক জানান, " বিক্রম, সোহিনীর সঙ্গে আমার বহুদিনের পরিচিতি। প্রযোজক অভিনব আমার হাই স্কুলের বন্ধু। সিনেমাটোগ্রাফের অভিমন্যু আর আমি মুম্বইতে একই বিল্ডিং-এ থাকি। সেই কারণে শুটিংটা একটা পিকনিকের মতোই মনে হত। অমর সঙ্গী একটি মিষ্টি, মজাদার প্রেমের গল্প। দুটি মানুষের প্রেম, খুনসুটি, সম্পর্ক, সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এই সব নিয়ে আমাদের ছবি অমর সঙ্গী।"

অভিনেতা বিক্রমের কথায় , "অমর সঙ্গী-তে কাজ করার কারণ হলো স্ক্রিপ্ট। এইরকম মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করা নিশ্চয়ই আনন্দের। আমার ক্যারিয়ারে যেমন 'শেষ পাতা'র মতো বিষয়ধর্মী সিনেমা আছে, তেমন অ্যাকশন ফিল্ম 'পারিয়া'ও আছে। কিন্তু অমর সঙ্গী যে কারণে আলাদা সেটা হল যে এটি হরর রোমান্টিক কমেডি।"

সোহিনী সরকার জানিয়েছেন, "অমর সঙ্গী'র স্ক্রিপ্টটা খুবই ভালো লেগেছিল আমার। তাই রাজি হয়েছিলাম। তাছাড়া পরিচালক দিব্যকে আমি অনেকদিন থেকেই চিনি। দিব্য মুম্বইতে অ্যামাজন প্রাইম-এ ভালো কাজ করেছে। শুটিং-এর সময় আমরা খুব মজা করেছি। প্যাক আপের পর রোজ আমরা সবাই আড্ডা দিতাম বাড়ি ফেরার আগে। অনেকদিন পর আমি রোমান্টিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করি দর্শকরা আমাদের এই জুটিকে পছন্দ করবেন।"

'ড্রিমস অন সেল' প্রযোজিত এবং 'হ্যান্ডিক্রাফট পিকচার্স'- এর সহ প্রযোজনায় নির্মিত 'অমর সঙ্গী' বড় পর্দায় আসছে নতুন বছরে ৷ অর্থাৎ 2025 সালের 31 জানুয়ারি। সোশাল মিডিয়ায় ছবির কিছু লুক এবং মুক্তির দিন ঘোষণা করেছেন বিক্রম এবং সোহিনী। দিব্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার রাসবিহারী, দেশপ্রিয় পার্ক অঞ্চলে।

ABOUT THE AUTHOR

...view details