পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ভুল ভুলাইয়া'র প্রাসাদে ডবল ডোজ! চার্মিং রুহবাবা বশ করলেন কাকে?

কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান দর্শকদের হাসিয়েছে ৷ আবার ভয়ের শিহরণও জাগিয়েছে ৷ এক্স হ্যান্ডেলে ছবির দেখার পর কি বলছেন নেটিজেনরা ?

Bhool Bhulaiyaa 3 X Review
ভুল ভুলাইয়া 3 এক্স রিভিউ (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 1, 2024, 6:31 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: 'ভুল ভুলাইয়া'-র রাজ্যে দুজনেই পুরনো খিলাড়ি ৷ প্রথম পার্টে যেমন বিদ্যা বালান তথা মঞ্জুলিকা নজর কাড়েন তেমনই ছবির দ্বিতীয় ফ্রাঞ্চাইজিতে মন কাড়েন রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ান ৷ দুই তারকাকে এবার মুখোমুখি এনে মাস্টারপিস বানানোর চেষ্টা পরিচালক আনিজ বাজমির ৷ মুক্তি পেল 'ভুল ভুলাইয়া 3' ৷ হরর-কমেডির মিশেলে একস্ট্রা বোনাস মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি ৷ কেমন হল এই ছবি, এক্সহ্যান্ডেলে রিভিউ নেটিজেনদের ৷

পর্দায় চার্মিং আরিয়ান মেয়েদের মন হরণ করেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ রুহ বাবার চরিত্রে কার্তিক এনার্জি ও ওভারলোড কিউটনেস দর্শকদের এন্টারটেইন করবে ৷ আর যাঁরা মাধুরী-বিদ্যার অনুরাগী তাঁদের কাছে 'আমি যে তোমার...' গানের দৃশ্য টিকিটের পয়সা উসুল করে দিয়েছে ৷ তাই ছবিতে দুই তারকার মেলবন্ধন চোখের আরাম দিয়েছে ৷ এক অনুরাগী লিখেছেন, "ভুল ভুলাইয়া 3 ব্লাস্ট ৷ ভয়-কমেডি পারফেক্ট মিশেল ৷ ভালো লেগেছে ৷"

এক্স হ্যান্ডেলে (টুইটার) এক ইউজার লেখেন, "লাফটার, সাসপেন্স অযান্ড ব্রিলিয়ান্ট কাস্ট ৷ ভুলভুলাইয়া 3 আলটিমেট এন্টারটেনমেন্ট প্যাকেজ ৷" আর এক ইউজার লিখেছেন, "যদি ওই দিওয়ালিতে আপনারা মজার বা কমেডি সিনেমা দেখতে চান তাহলে ভুল ভুলাইয়া 3 পারফেক্ট চয়েস ৷ ভয়-হাসির দারুণ কম্বিনেশন ৷" আবার কেউ লেখেন, "ভুল ভুলাইয়া 3 ছবিতে নাচের দৃশ্য অবশ্যই দেখা উচিত ৷"

আবার এক নেটিজেন এই ছবিকে পাঁচের মধ্যে চারটি স্টার দিয়েছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "ভুল ভুলাইয়া 3 আউটস্ট্যান্ডিং ৷ রেটিং-4 স্টারস ৷ হরর+কমেডি+টেরিফিক সাসপেন্স ৷ কার্তিক আরিয়ান এক্সেলেন্ট ৷ মাধুরী-বিদ্যা অসাধারণ ৷ ফুল পয়সা উসুল সিনেমা ৷"

আবার অনেক অনুরাগীর এই সিনেমা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ৷ কেউ লিখেছেন, যেমন ভেবেছিলেন এই ছবি হবে তেমন হয়নি ৷ আবার কেউ লিখেছেন, ছবির আসল বিষয় ধরে রাখতে পারেননি পরিচালক ৷ ছবি দেখার অভিজ্ঞতা খুব খারাপ ৷ বক্সঅফিসে সিংঘম এগেইন ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ভুল ভুলাইয়া ৷ আয়ের দিক থেকে বেশ পিছিয়ে ৷ চলতি উইকএন্ডে ব্যবসায় নতুন মোড় আসবে কি?

ABOUT THE AUTHOR

...view details