পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

টাকা রোজগারের জন্যই কি সোশালে ভিডিয়ো 'বিক্রি' করলেন টোটা? বিস্ফোরক রাজা চন্দ - Raja Chanda and Tota Controversy - RAJA CHANDA AND TOTA CONTROVERSY

Tota Roy Choudhury Action Video: টোটা রায়চৌধুরীর অ্যাকশন দৃশ্যের ক্লিপিংস দেখে মুগ্ধ করণ জোহর ৷ কিন্তু পরিচালক রাজা চন্দ ও প্রযোজনা সংস্থার প্রতিবাদের পরেই টোটার পাশাপাশি, করণও সরিয়ে দেন আলোড়ন ফেলা অ্যাকশন দৃশ্যের ভিডিয়ো ৷ 'নেতিবাচক প্রচার' নাকি টাকা রোজগারের নয়া পন্থা? ইটিভি ভারতের কাছে মুখ খুললেন পরিচালক রাজা চন্দ ৷

Tota Roy Choudhury Action Video
অ্যাকশন দৃশ্য নিয়ে বিতর্ক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 6:11 PM IST

হায়দরাবাদ, 11 মে: ছবির অ্যাকশন দৃশ্য সোশাল মিডিয়ায় ফাঁস নিয়ে প্রশ্নের মুখে অভিনেতা টোটা রায়চৌধুরী ৷ নৈতিকতার প্রশ্ন তুলে জনতার দরবারে পরিচালক রাজা চন্দ ৷ সকাল থেকে ভাইরাল হওয়া ভিডিয়ো রাতে সরিয়ে দেন অভিনেতা টোটা ৷ তারপরেই প্রশ্ন ওঠে, এই দ্বন্দ্ব আসলে ছবির জন্য নেতিবাচক প্রচার ৷

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে পরিচালক রাজা চন্দকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দর্শকদের এই ধরনের মন্তব্য দুঃখজনক ! ভাবুন কী অস্থিরতার মধ্যে আমরা রয়েছি ৷ মাথার ঘাম পায়ে তুলে যে জিনিটা করা, সেটা হেলায় লোকের কাছে বিলিয়ে দেওয়া হয়েছে ৷ যেটাকে পর্দায় নিয়ে আসার জন্য বিশেষ পরিকল্পনা করতে হয় ৷ এর পিছনে বিরাট টাকার লগ্নি রয়েছে ৷ পরিচালক ছাড়াও অনেক মানুষের পরিশ্রম রয়েছে ৷ সেটাকেই নিজের স্বার্থে কেউ রাস্তায় বিলিয়ে দিল ৷ আর সেটা নিয়ে যখন পরিচালক-প্রযোজক প্রতিবাদ করছেন, লোকের কাছে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছি, সেটা অনেকে পাবলিসিটি স্ট্যান্ট বলছেন ৷

তিনি আরও বলেন, "আসলে আমরা সবকিছুতেই চমক খুঁজছি ৷ দুর্ভাগ্যজনকভাবে ধরুন কেউ রাস্তায় মৃত্য়ুপথযাত্রী, কিন্তু এখন যা পরিস্থিতি কেউ ভাবতেই পারেন তিনি নাটক করছেন ৷ সেটা কী ঠিক হবে? আসলে আমরা তাৎক্ষণিক আনন্দ চাইছি ৷ চমক চাইছি ৷ তাই সবকিছু যে নেতিবাচক প্রচার নয়, প্রতিবাদও হয়, সেটাই কেউ ভাবতে পারছেন না ৷"

তিনি বলেন, "ধরুন কোনও ওষুধ কোম্পানি পরীক্ষা পর স্যাম্পেল বানিয়েছে সাধারণের চিকিৎসার জন্য ৷ পরবর্তী কালে চিকিৎসকরা সেটা প্রেস্ক্রাইব করবেন ৷ যদি সেটা তার আগেই বাজারে বিক্রি হয়ে যায়! আমি বিক্রি শব্দটা ব্যবহার করছি, কারণ খোঁজ নিলেই জানতে পারবেন, সোশাল মিডিয়ায় রিলস থেকে টাকা রোজগার হয় ৷ আমি যদি সেভাবে ভাবি, উনি টাকা রোজগারের জন্য করেছেন! আমি অভিযোগ জানাচ্ছি না, কিন্তু উনি হয়তো সেটাই করেছেন ৷ এই ভিডিয়ো থেকে লক্ষ লক্ষ ভিউয়ারস হলে উনি টাকা পাবেন ৷ তার মানে তো ভিডিয়ো ক্লিপিংসটা সকলের কাছে বিক্রি করা হল ৷ "

পরিচালকের করা শুক্রবারের ভিডিয়ো থেকে জানা যায়, অভিনেতা টোটা অ্যাকশন দৃশ্যের ক্লিপিংসটা নিয়েছিলেন পরিচালক করণ জোহর ও মুম্বইয়ের অন্যান্যদের দেখাবেন বলে ৷ করণ জোহরের ইন্সটাগ্রাম স্টোরিতেও দেখা যায় সেই ক্লিপিংস ৷ ক্যাপশনে লিখেছিলেন, "ভার্সেটিলির আর এক নাম টোটা রায়চৌধুরী ৷" কিন্তু রকি অউর রানি কী প্রেম কাহানি খ্যাত পরিচালকও সামাজিক মাধ্যম থেকে তুলে নেন সেই ভিডিয়ো ৷ পরিচালক রাজচন্দ সেই স্ক্রিনশট শেয়ার করেন নিজের ফেসবুক পেজে ৷ প্রশ্নে তোলেন সেখানেও ৷

রাজা বলেন, "আমি করণ জোহরকে অবগত করতে চেয়েছি ৷ আমি একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি ৷ করণ জোহরের সঙ্গে তো করিনি ৷ কিন্তু উনি কাজ করেছেন টোটা রায়চৌধুরীর সঙ্গে ৷ আমি করণ জোহরের কাছে জানতে চেয়েছি, উনি কী সমর্থন করেন এই বিষয়টা? যদি রকি অউর রানি কী প্রেম কাহানি ছবির নাচের যে বিশেষ দৃশ্য সেটা যদি অভিনেতা টোটা তাঁকে না জানিয়ে সোশাল মিডিয়ায় আপলোড করে দিতেন তাহলে কী উনি মেনে নিতেন? আমার মনে হয় করতেন না ৷ যে কারণে উনি ক্লিপিংয়া সোশাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন৷"

এর আগেও এই ছবিরই একটি নাচের 7-8 সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেতা টোটা ৷ তখন কেন বাধা দেননি? পরিচালক জানান, উনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, এই রকম একটা ক্লিপ পেতে পারেন কি না, সেই জন্য ৷ আমি বলিউডে কত্থক নেচেছি, এখানে এই রকমও নাচতে পারি ৷ আমি কালার কারেকশন করে বানিয়ে দিয়েছিলাম ৷ আসলে 10 সেকেন্ড গায়ে লাগেনি ৷ কয়েক লাখ ভিউয়ার ছিল ৷ আমি ওকে প্রশ্ন করেছিলাম, ভিডিয়োতে প্রিভিউ কপি লেখা রয়েছে সেটাই আপলোড করে দিলে কেন? আমাকে ও বলেছিল, ওতে কিছু হবে না ৷ কিন্তু, এটা তো বড় ক্লিপিংস ৷ ক্ল্যাইম্যাক্সের ভাইটাল পার্ট ৷ আমি যদি আগেই বলে দিই খুনি কে, তাহলে তো বলার আর কিছু থাকে না ৷ একটা বড় ক্ষতি করে দিয়েছে ৷

এই ঘটনার পর এখনও পর্যন্ত টোটা রায়চৌধুরীর কোনও প্রতিক্রিয়া জানাননি ৷ তাঁকে ফোন করা হলে (এই কপি লেখার সময় পর্যন্ত) তা বন্ধ পাওয়া যায় ৷ এমনকী, ভিডিয়োটি সোশাল মিডিয়া থেকে সরানোর পর পরিচালক রাজা চন্দেরে সঙ্গে অভিনেতা টোটার কোনও কথা হয়নি বলে জানা গিয়েছে ৷ এর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা পরিচালকের আয়ত্তে নেই ৷ বিষয়টা প্রযোজনা সংস্থা দেখবে বলে জানিয়েছেন পরিচালক ৷

আরও পড়ুন

1. সুরের তরী বেয়ে ফের বলিউডে পা বঙ্গতনয়ের, দরাজ প্রশংসায় সোনু-কৈলাস

2.পুষ্পা 2 বাংলার টাইটেল ট্র্যাকের রেকর্ডিং কলকাতাতেই, আর কী জানালেন গায়ক তিমির ?

3.আসছে 'নয়ন রহস্য', ফেলুদা অ্যান্ড কোম্পানি কীভাবে করলেন সমাধান?

ABOUT THE AUTHOR

...view details