কলকাতা, 28 অগস্ট: দুর্গা পুজো মানেই এক ঝাঁক বিনোদনের রসদ সামনে আসা ৷ গত বছর পুজোয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের বশ করেছিলেন 'রক্তবীজ' ছবিতে ৷ এবার সামনে 'বহুরূপী' ৷ পুলিশের ভূমিকায় আবির ধাওয়া করে চলেছে শিবপ্রসাদকে ৷ এক মিনিটের টিজারে জমে উঠেছে পর্দায় বিড়াল-ইঁদুরের ধরাধরি খেলা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়কে ৷
টিজার প্রকাশের পর পরিচালক নন্দিতা রায় বলেন, "আমরা মূলত 14 অগস্ট ছবির টিজার প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আরজি কর হাসপাতালের দুঃখজনক ঘটনার কারণে, আমরা এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ছবিটা ঘিরে রয়েছে আমাদের 12 বছরের প্রি-প্রোডাকশন এবং 84 টি লোকেশনে 34 দিনের শুটিং। এই ছবিটির সঙ্গে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম এবং আবেগ জড়িয়ে রয়েছে৷ আমাদের লক্ষ্য ছিল বাংলায় অ্যাকশন ড্রামা জঁরকে নতুন করে সংজ্ঞায়িত করা। চেষ্টা করেছি। বাকিটা সময় বলবে।"