পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ইন্ডাস্ট্রিতে কাজ নেই! রাস্তায় খাবারের দোকান জনপ্রিয় পরিচালকের

ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের কাজের সুনাম থাকলেও মিলছে না কাজ ৷ অগত্যা বিকল্প পথ বেছে নিয়েছেন পরিচালক অয়ন সেনগুপ্ত ৷ রাস্তায় দিলেন খাবারের দোকানের স্টল ৷

Etv Bharat
রাস্তায় খাবারের দোকান 'রোশনাই' পরিচালকের (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

কলকাতা, 27 নভেম্বর: কাজের অভাব ৷ পরিচালক নামলেন রাস্তায় ৷ সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান খুলে বসলেন রোশনাই ধারাবাহিকের পরিচালক তথা অভিনেতা অয়ন সেনগুপ্ত ৷

দিনকয়েক আগেই 'রোশনাই' ধারাবাহিকে পরিচালকের ভূমিকাতে দেখা গিয়েছিল পরিচালক অয়ন সেনগুপ্তকে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তিনি। ‘কে আপন কে পর’, 'ভানুমতীর খেল', ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। এহেন অয়ন সেনগুপ্তর হাতেই বেশ অনেকদিন ধরে কোনও কাজ নেই।

ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করা হয় অয়ন সেনগুপ্তর সঙ্গে। তিনি বলেন, "কাজ পাচ্ছি না বলে আমার কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে, অয়ন সেনগুপ্ত কেন কাজ পাবে না আমি জানতে চাই। আমার দোষটা কোথায়? দোষ না জানলে নিজেকে শোধরাব কীভাবে?"

পরিচালনার পাশাপাশি অয়ন সেনগুপ্ত ভালো অভিনেতাও বটে। পাশাপাশি সম্পাদনার কাজও করেন তিনি। কিছুদিন ধরে কাজের চেষ্টা করেও সুরাহা হয়নি কোনও। তাই স্ত্রী-পুত্রকে নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁকে। তাই বেছে নিয়েছেন বিকল্প পথ। যে পথে কোভিডের সময়ে হেঁটেছিলেন অভিনেতা শ্রীকান্ত মান্না। একসময় হেঁটেছিলেন নাট্য নির্দেশক- অভিনেতা প্রেমাংশু রায়। আর এবার অয়ন সেনগুপ্ত। সংসার চালাতে ফুটপাতেই খুললেন খাবার দোকান। তবে খাবারের দোকান খুললেও, পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না বলে জানিয়েছেন তিনি। লাইভে এসে তপন থিয়েটারের সামনে তাঁর দোকানের ছবি দেখালেন অয়ন স্বয়ং।

ফেসবুক লাইভে এসে অয়ন (Ayan Sengupta) বলেন, ”ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বার বার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়বও না। আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন। তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।"

পরিচালক এবং তাঁর গিন্নির দোকানে খাবারের মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপ, চিকেন পকোড়ার মতো আরও সুস্বাদু সব খাবার। তপন থিয়েটারের মতো ব্যস্ত এলাকায় তাঁর এই দোকান পথচলতি মানুষের চোখ এড়িয়ে যাবে না।

ABOUT THE AUTHOR

...view details