হায়দরাবাদ, 16 জানুয়ারি: নিজের বাড়িতেই হামলার শিকার অভিনেতা সইফ আলি খান ৷ ছুরি দিয়ে ছ'বার অভিনেতার ওপর হামলা ৷ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ৷ সেখানে অস্ত্রোপচার করে পিঠে আটকে থাকা ছুরির টুকরো বের করেছেন চিকিৎসকরা ৷ ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিনেতা এখন বিপদমুক্ত ৷ জানানো হয়েছে সইফের পিআর টিমের পক্ষ থেকে ৷
পাশাপাশি দুটি ক্ষত গভীর ছিল ৷ 10টা সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন ইব্রাহিম আলি খান ও সারা আলি খান ৷ এই ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন একাধিক সিনে তারকা ৷ পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারা ৷
জুনিয়র এনটিআর এক্স হ্যান্ডেলে সইফের উপর হামলার ঘটনায় হতচকিত হয়েছেন ৷ 'দেবারা' সিনেমার সহ-অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি ৷ জুনিয়র এনটিআর লেখেন, "সইফের ওপর হামলার ঘটনায় অবাক হয়েছি ৷ এই ঘটনায় চিন্তিত ৷ সইফ দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি ৷"
মেগাস্টার চিরঞ্জীবী সোশাল মিডিয়ায় অভিনেতা সইফের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন ৷ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন ৷ তিনি লেখেন, "সইফের ওপর বহিরাগত কারোর হামলার ঘটনা শুনে ভীষণ শঙ্কিত ৷ মানসিক ভাবে বিপর্যস্ত ৷ দ্রুত সুস্থ হয়ে উঠুক সইফ ৷"