পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গতির বলি! দুর্ঘটনায় প্রাণ গেল 'সন অফ সর্দার' পরিচালকের ছেলের - ASHWNI DHIR SON CAR ACCIDENT

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউড পরিচালক অশ্বনী ধীরের 18 বছর বয়সী ছেলে জলজ ৷ মুম্বইয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় 'সন অফ সর্দার' ছবির পরিচালকের ছেলের ৷

Etv Bharat
দুর্ঘটনায় প্রাণ গেল 'সন অফ সর্দার' পরিচালকের ছেলের (মুভি পোস্টার/আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 12:46 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর: গতির বলি 18 বছর বয়সী তরতাজা প্রাণ ৷ বলিউড পরিচালক অশ্বনী ধীরের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে গাড়ি দুর্ঘনটায় ৷ মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জলজ ধীর ৷ ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন 'সন অফ সর্দার' খ্যাত পরিচালক ৷

জলজ বিবিএ-এর প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷ তিনি বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ জানা গিয়েছে, গাড়ির গতি অত্যাধিক থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন জলজ ও বন্ধু সার্থক কৌশিক ৷ বাকি দুই বন্ধু সাহিল মেন্ডা ও জেদান জিম্মি কম আহত হন ৷

পুলিশ রিপোর্ট অনুসারে, মধ্যরাতে তাঁরা বেরিয়েছিলেন ৷ তাঁরা সকলেই ভিডিয়ো গেম খেলতে গিয়েছিলেন ৷ ভোর 4.10 নাগাদ তাঁরা বান্দ্রার সিদগিকে গাড়ি দাঁড় করান ৷ সেখানে তাঁরা সকলে মিলে ডিনার করেন ৷ জানা গিয়েছে, গাড়ি চালাচ্ছিলেন মেন্ডা ৷ তিনি নাকি ঘণ্টায় 120-150 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন ৷ এরপরেই সার্ভিস রোড ধরে বেরোনোর সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেন না মেন্ডা ৷ তারপরেই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি ৷

এই ঘটনায় ইতিমধ্যেই মেন্ডাকে গ্রেফতার করেছে ভিলে পার্লে থানার পুলিশ ৷ তাঁদের শরীরে অ্যালকোহল ছিল কি না, তা জানার জন্য ইতিমধ্যেই রক্ত পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় ফ্লাইওভার ধরবে নাকি সার্ভিস রোড এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে ৷

গাড়ি দুর্ঘটনার পর জিমি দ্রুত জলজকে কাছের হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক পরিচালকের ছেলেকে মৃত বলে ঘোষণা করেন ৷ গুরুতর আহত অবস্থায় সার্থককে অন্য হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু কিছু পরেই তাঁরও মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, জলজ খুব ভালো ছাত্র ছিলেন ৷ তিনি বাবার অশ্বনী ধরের সঙ্গে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে যোগ দিতেন কয়েকদিনের মধ্যেই ৷

পরিচালক হিসাবে অশ্বনীর ঝুলিতে রয়েছে 'ওয়ান টু থ্রি', 'অতিথি তুম কব জায়োগে', 'গেস্ট ইন লন্ডন'-এর মতো ছবি ৷ একাধিক টেলিভিশনের ধারাবাহিকের চিত্রনাট্যও লিখেছেন তিনি ৷ তালিকায় রয়েছে, 'লাপাতাগঞ্জ', 'চিড়িয়াঘর', 'পিটারসন হিল', 'খটমল ই-ইশ্ক' ৷

ABOUT THE AUTHOR

...view details