পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অমিত-অনুরোধে ‘আভি না যাও ছোড় কার...’, আশার গানে মজলেন স্বরাষ্ট্রমন্ত্রী - Asha Bhosle Autobiography

Asha Bhosle Sings Abhi Na Jao Chhod Kar: আশা ভোঁসলের কন্ঠে হাম দোনো সিনেমার বিখ্যাত গান শোনার ইচ্ছেপ্রকাশ করেছিলেন অমিত শাহ ৷ আত্মজীবনী প্রকাশ অনুষ্টানে এসে সেই গানই শোনালেন পপসম্রাজ্ঞী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 5:22 PM IST

Updated : Mar 6, 2024, 8:48 PM IST

আশার গানে মজলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুম্বই, 6 মার্চ: ‘আভি না যাও ছোড় কর...’ আশা ভোঁসলের কন্ঠে বিখ্যাত গান শোনার অনুরোধ জানিয়েছিলেন অমিত শাহ ৷ অনুরোধ গিয়েছিল মুম্বই বিজেপির সভাপতি আশিস সেলার ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিরাশ করেননি পপসম্রাজ্ঞী ৷ আশার কণ্ঠে ‘হাম দোনো’ সিনেমার বিখ্যাত গান শুনে আপ্লুত বিজেপির 'সেকেন্ড ইন কম্যান্ড' ৷

বুধবার প্রকাশিত হয়েছে আশা ভোঁসলের জীবনীমূলক রচনা ‘বেস্ট অফ আশা’ ৷ মুম্বইয়ের সহ্যাদ্রি গেস্ট হাউসে কিংবদন্তি গায়িকার বইটি প্রকাশ করেন অমিত শাহ ৷ বইটিতে গায়িকার জীবন ও গানের ইতিহাসই শুধু নয়, রয়েছে একাধিক দুষ্প্রাপ্য আলোকচিত্রও ৷ আশার ভোঁসলের ব্যক্তিগত চিত্রগ্রাহক গৌতম রাজাধ্যক্ষের তোলা 42টি ছবিতে সমৃদ্ধ হয়েছে বইটি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার, তাঁর স্ত্রী প্রতিমা শেলার, জনাই ভোঁসলে, আনন্দ ভোঁসলে, ভ্যালুয়েবল গ্রুপের অমে হেতে, অঙ্কিত হেতে, প্রসাদ মহাদেকর এবং বইটির প্রচ্ছদশিল্পী নূতন আজগাঁওকর ।

বই প্রকাশের পরই কিংবদন্তির কণ্ঠে ‘আভি না যাও ছোড় কর...’ গানটি শোনার ইচ্ছেপ্রকাশ করেন শাহ ৷ এদিন বিখ্যাত গানটি ছাড়াও একাধিক গান শুনিয়েছেন গায়িকা ৷ আশিস শেলার বলেন, ‘‘বইটি একটি মূল্যবান দলিল হিসেবে তৈরি করা হয়েছে ৷ 42টি ভিন্ন ভিন্ন আলোকচিত্রে বিভিন্ন মুহূর্তের স্মৃতিপট সাজানো হয়েছে বইটিতে ৷’’

ভারতের মোট 22টি ভাষায় 11000টিরও বেশি গান গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে-ও নাম লিখিয়েছেন আশা ভোঁসলে ৷ বাংলাতেও রাহুল দেব বর্মণের সঙ্গে জুটি সঙ্গীতকে আমুল বদলে দিয়েছিলেন তিনি ৷ 'কিনে দে রেশমি চুড়ি' ,'মহুয়ায় জমেছে আজ', 'আকাশে আজ রঙের খেলা', 'চোখে চোখে কথা বল'-সহ অনেক গানে আজও মেতে আছে শ্রোতারা ৷

আরও পড়ুন:

Last Updated : Mar 6, 2024, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details