পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রাত কাটল জেলে, মুক্তির পর প্রথমবার মুখ খুললেন আল্লু অর্জুন - ALLU ARJUN

জেল থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷ নিহত পরিবারের প্রতি জানালেন সমবেদনা ৷ আর কি বললেন অভিনেতা?

Etv Bharat
আল্লু অ্রর্জুন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 14, 2024, 10:25 AM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর:গত 24 ঘণ্টায় আল্লু অ্রর্জুনের উপর দিয়ে যেন একটা ঝড় হয়ে গেল ৷ একসপ্তাহ ধরে পুষ্পা 2 ছবির সাফল্যের কারণে খ্যাতির চূড়ায় থাকা আল্লু শুক্রবার যেন মুখ থুবড়ে পড়লেন ৷ সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পাওয়ার পরেও একটা রাত কাটল সংশোধনাগারে ৷ শনিবার সকালে তিনি বেরিয়ে আসেন হায়দরাবাদ সেন্ট্রাল জেল থেকে ৷

তারপরেই অভিনেতা জুবিলি হিলসে বাড়ির দিকে রওনা হওয়ার আগে কিছুটা সময় মুখোমুখি হন সংবাদমাধ্যমের ৷ তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান ৷ তিনি বলেন, "ভুক্তভোগী পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা অকল্পনীয় ৷ আমার হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে ৷" এরপর তিনি বলেন, "বিগত 20 বছর ধরে আমি প্রেক্ষাগৃহে যাচ্ছি ৷ কিন্তু কখনও এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়নি ৷ সত্যিই এটা দুর্ভাগ্যজনক ঘটনা ৷"

প্রথমবার মুখ খুললেন আল্লু অর্জুন (ইটিভি ভারত)

পাশাপাশি, আল্লু অর্জুন তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমি সকল অনুরাগী ও সমর্থকদের ধন্যবাদ-কৃতজ্ঞতা জানাতে চাই ৷ আমি একজন আইন মান্যকারী নাগরিক ৷ আমি ন্যায়ে বিশ্বাস রাখি ৷ আমি ভালো আছি ৷ কারোর চিন্তা করার কোনও বিষয় নেই ৷"

শনিবার সকালে বাড়ি ফেরেন অভিনেতা ৷ তাঁকে দেখে স্ত্রী স্নেহা আবেগে ভেঙে পড়েন ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ স্নেহাকে তাঁর সন্তানদের দিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করতে দেখা যায় ৷ আল্লু পৌঁছতেই তাঁকে জড়িয়ে ধরেন স্নেহা ৷ শুক্রবারও, যখন আল্লুকে পুলিশ আটক করতে এসেছিল তখনও দুশ্চিন্তা চোখেমুখে লেগে ছিল স্নেহার ৷ সেই সময় অভিনেতা স্ত্রীর গালে চুম্বন এঁকে শক্ত থাকার আশ্বাস দেন ৷

অন্যদিকে, আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় অনেকেই অনুরাগীদের পাশাপাশি তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভারত রাষ্ট্র সমিতির (BRS) প্রেসিডেন্ট কেটিআর ঘটনার নিন্দা করেন ৷ অভিনেতার সঙ্গে সঠিক কাজ করা হয়নি বলে মন্তব্য করেন কেটিআর ৷ পাশাপাশি, অভিনেতার পাশে দাঁড়িয়ে সরব হন নানি, রশ্মিকা মন্দানা, বরুণ ধাওয়ানের মতো তারকারা ৷

ঘটনার সূত্রপাত 4 ডিসেম্বর ৷ এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল ছবির প্রিমিয়ার ছিল ৷ প্রথম থেকেই ছবিকে ঘিরে উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে ৷ সেইদিনও হলে ব্যাপক ভিড় ছিল ৷ এরমধ্যেই আল্লুু অর্জুন ও রশ্মিকা মন্দানা হল পরিদর্শনে যান ৷ সেই সময় প্রিয় অভিনেতাকে দেখার জন্য হুলস্থুল পড়ে যায় ৷ ঘটনায় দুর্ভাগ্যবশত, রেবথী পদপিষ্ট হন ও মারা যান ৷ তাঁর এক সন্তান গুরুতর আহত হয় ৷

এই ঘটনায় পুলিশ আল্লু অর্জুন ও হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ এরপর শুক্রবার নিম্ন আদালত অভিনেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ এরপর তেলেঙ্গনা হাইকোর্ট অভিনেতার 50 হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান ৷ তারপরেও একটা রাত আল্লু অর্জুনকে জেলেই কাটাতে হয়েছে ৷ শনিবার সকালে তিনি বাড়ি ফেরেন৷

ABOUT THE AUTHOR

...view details