পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'আমি এখন...' মালাইকাকে নিয়ে প্রশ্ন করতেই বড় ঘোষণা অর্জুনের - ARJUN AND MALAIKA BREAKUP

অবশেষে ব্রেকআপের খবরে শিলমোহর ৷ দীর্ঘ জল্পনার পর অফিসিয়ালি অর্জুন কাপুর জানিয়ে দিলেন তিনি সিঙ্গল ৷

Arjun Kapoor confirms breakup
মালাইকা-অর্জুনের সম্পর্কে ইতি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 5:38 PM IST

মুম্বই, 29 অক্টোবর: পাঁচ বছরের সম্পর্কের এখানেই ইতি ৷ যে প্রেম নিয়ে এত বিতর্ক হয়েছিল আর সেই প্রেমে যবনিকা পতন ৷ মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলেন অর্জুন কাপুর ৷ আর কোনও জল্পনা নয় ৷ অফিসিয়ালি এই পাবলিক ইভেন্টে তিনি জানিয়ে দিলেন, কোনও সম্পর্কে নেই তিনি ৷ বর্তমানে অর্জুন সিঙ্গল ৷ এই খবর সামনে আসার আগে মালাইকা অরোরার ক্রিপ্টিক পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের ৷

এখন আমি সিঙ্গল-অর্জুন কাপুর

রাজ ঠাকরে রবিবার রাতে একটি দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন ৷ যেখানে রোহিত শেঠ্ঠি পরিচালিত 'সিংঘম এগেইন' ছবির পুরো টিম উপস্থিত হয়েছিলেন। সেই সময় প্যাপরা অর্জুন কাপুরকে জিজ্ঞাসা করেছিলেন মালাইকা অরোরা কেমন আছেন? এই প্রশ্নে হেসে অর্জুন কাপুর বলেন, "আমি এখন সিঙ্গেল, চিল করুন।" এর পরে, অর্জুন কাপুর মঞ্চ থেকে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন "সিংহম এগেইন ছবিটি আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ৷ এই দীপাবলি সিংঘম টিমের সঙ্গে উপভোগ করুন ৷"

5 বছর পর ভাঙল সম্পর্ক

অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা একে অপরকে পাঁচ বছর ডেট করেছেন। বিভিন্ন জায়গায় এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে ৷ এমনকী, বিদেশে ছুটি উপভোগ করতেও দেখা গিয়েছে তাঁদের ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তারকা জুটি ৷ 2017 সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে, মালাইকা অরোরা 2019 সালে অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং শুরু করেন। দুজনেই একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং তাদের বিয়ে নিয়ে বারবার আলোচনা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে এ বছরও অর্জুন কাপুরের বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে।

মালাইকার পোস্ট (অভিনেত্রীর ইন্সটাগ্রাম পোস্ট)

মালাইকা অরোরার ক্রিপ্টিক পোস্ট

অর্জুন কাপুরের ব্রেকআপের খবর নিশ্চিত করার আগে, মালাইকা অরোরা ইন্সটাগ্রামে একটি ক্রিপ্টিক পোস্ট করেন ৷ মালাইকা লিখেছেন, "তোমার সুখ তোমার যাত্রায় থাকুক, অন্য কারো নয়।" এমন পোস্ট আসার রাতেই সর্বসমক্ষে সিঙ্গল থাকার কথা ঘোষণা করেছেন অর্জুন ৷ অভিনেতার কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, প্রথমবার খলনায়কের চরিত্রে দেখা যাকে অর্জুনকে ৷ সিংঘম এগেইন ছবিতে অজয় দেবগণের মুখোমুখি তিনি ৷ 1 নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

ABOUT THE AUTHOR

...view details