পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ডিভোর্সের পর বন্ধুত্ব, হাস্যকর!' আরিফিন শুভর বিচ্ছেদ পোস্টে সমালোচনার ঝড় নেটপাড়ায় - Arifin Shuvoo Arpita Divorce - ARIFIN SHUVOO ARPITA DIVORCE

Arifin Shuvoo Divorces with Wife Arpita Shomaddar: বুধবারই সোশাল মিডিয়ায় স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ ৷ কিন্তু তাঁরা বন্ধু থাকবেন বলে জানিয়েছেন ৷ তারপরেই অভিনেতাকে নিয়ে সমালোচনার ঝড় নেটপাড়ায় ৷

Arifin Shuvoo Divorces with Wife Arpita Shomaddar
স্ত্রী অপির্তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভর (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 1, 2024, 9:57 AM IST

হায়দরাবাদ, 1 অগস্ট: ফের আবার বিচ্ছেদের ঘোষণা তারকা দম্পতির ৷ বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ সোশাল মিডিয়ায় স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতির ঘোষণা করেছেন ৷ বুধবারই সোশাল মিডিয়ায় সেই খবর তিনি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ যা নিয়ে নেটিজেনরা সমালোচনায় সরব সোশাল মিডিয়ায় ৷

এদিন তিনি লেখেন, "দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসা বেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত 20 জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।"

তিনি আরও লেখেন, "অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ৷ মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গিয়েছে ৷ কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব ৷"

এই ঘটনায় সমালোচনা সরব নেটিজেনরা ৷ এক নেটিজেন লেখেন, "বড়লোকদের ডিভোর্স হয়ে যাওয়ার পর তাঁদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, কারণ কথাগুলো তো অনেক রস পাওয়া যায় ৷ হায়রে বন্ধুত্ব, সাত বছরে তাঁরা বন্ধু ছিল কিন্তু সঙ্গী হতে পারল না, যতসব ন্যাকামি পোস্ট।" আবার কেউ লিখেছেন, "যেই স্ত্রী বন্ধুর মতো হয় সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয় না। ডিভোর্সের পরে বন্ধুত্ব, হাস্যকর!"

2015 সালের 4 ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন আরিফিন শুভ ও অর্পিতা ৷ পরে আবার ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 9 বছর দীর্ঘ সংসার জীবন কাটানোর পর আচমকাই বিচ্ছেদের ঘোষণা বাংলাদেশি অভিনেতার ৷

ABOUT THE AUTHOR

...view details