পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অকায়ের জন্মের পর প্রথম গ্যালারিতে, অনুষ্কার প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন' - ANUSHKA SHARMA - ANUSHKA SHARMA

Anushka Sharma Attends RCB vs GT Match: লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন বিরাট-অনুষ্কা। শোনা গিয়েছিল, কোনও স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণেই ছিল সন্তান জন্মের আগে তাঁদের বিদেশ পাড়ি ৷ সপ্তাহ তিনেক আগে বিদেশ থেকে ফিরেছেন বিরাট-ঘরণি ৷ মুম্বইয়ের বিমান বন্দরে ছেলে অকায় ও ভামিকাকে সঙ্গে নিয়ে তাঁকে দেখা গিয়েছিল ৷ ভারতে পা-রেখে 'পর্দার ঝুলনে'র দেখা মিলল স্টেডিয়ামে! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁর নজরকাড়া এক্সপ্রেশনে এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ কিন্তু অভিনেত্রী করলেন কী?

ANUSHKA SHARMA and VIRAT KOHLI
বিরাট কোহলির ম্যাচ দেখতে অনুষ্কা শর্মা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 12:11 PM IST

চেন্নাই, 5 মে:আইপিএলের চলতি সিজনে এর আগে দেখা মেলেনি অনুষ্কা শর্মার ৷ পুত্রসন্তান অকায়ের জন্মের পর শনিবার প্রথমবারের জন্য স্টেডিয়ামে দেখা গেল বিরাটপত্নীকে। লন্ডন থেকে অভিনেত্রী ফিরেছেন মাত্র দিন কুড়ি আগে ৷ এরপর শনিবার বেঙ্গালুরু ও গুজরাত ম্যাচে বিরাটের খেলা দেখতে এলেন স্ত্রী অনুষ্কা ৷ চলতি আইপিএলে বিরাটের দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই মন কাড়ছে অনুরাগীদের। শনিবারও যেভাবে বিরাটের ব্যাট চলল আর সেই সঙ্গে করা তাঁর দুরন্ত রান-আউটে অনুষ্কার যা প্রতিক্রিয়া ফের 'টক অফ দ্য টাউন'!

শনিবার চিন্নাস্বামীতে বিরাট ও ফ্য়াফ ডু প্লেসিসের ব্যাটের জোরেই একপেশে ভাবে গুজরাতের বিরুদ্ধে জয় পকেটে পুরে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার বিরাট কোহলি ফ্যান ক্লাব নামের এক্স হ্যান্ডেল থেকে বেশকিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ অনুষ্কার গালভরা হাসি এবং বিরাটের দলের হয়ে চিৎকারের দৃশ্য দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যা বিরাট অনুরাগীদের উত্তেজনাকে দু'গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিরাটের ছক্কা হাঁকানো এবং রান আউট করার সময় অভিনেত্রীর নজরকাড়া প্রতিক্রিয়া নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে ৷ সেইসঙ্গে কোহলির আউটে অনুষ্কার চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট।

পাশাপাশি গ্যালারিতে স্ত্রী'র উপস্থিতির কারণে এদিন ম্যাচে বিরাটের চোখেমুখে বাড়তি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গ্যালারি থেকে এদিন সমানে বেটার-হাফকে উৎসাহিত করে চলেছিলেন অভিনেত্রী ৷ সেই সমস্ত ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সবমিলিয়ে এত বছর পরেও, বাইশ গজে বিরাট যে সবসময় মুগ্ধ করে অনুষ্কাকে তা প্রমাণিত আরও একবার। উল্লেখ্য, শনিবার চিন্নাস্বামীতে বিরাট ও ডু'প্লেসিসের ব্যাটের জোরেই একপেশে ম্যাচে গুজরাতের বিরুদ্ধে 4 উইকেটের জয় ছিনিয়ে নেয় আরসিবি।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে সিনে দুনিয়া থেকে দূরে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ নেটফ্লিক্সের মুক্তি পাওয়ার কথা থাকলেও অনুষ্কা অভিনীত 'চাকদা এক্সপ্রেসে'র সঙ্গে সংশ্লিষ্ট ওটিটি'র গাঁটছড়া বাতিল হয়েছে বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে ছবির শুটিং অনেক আগে হয়ে গেলেও মুক্তি এখনও অনিশ্চিত।

আরও পড়ুন:

  1. 'অকায়' কোলে দেশে ফিরলেন অনুষ্কা, ক্যামেরাতে দেখা গেল 'বিরাটপুত্র'র মুখ?
  2. ব্যাটে বিরাট-ডু'প্লেসি, বলে দুরন্ত সিরাজ; জয়ের হ্যাটট্রিকে দশ থেকে সাতে উঠল বেঙ্গালুরু
  3. কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, পাঁচদিন পর অনুরাগীদের সুখবর শোনালেন 'বিরুষ্কা'

ABOUT THE AUTHOR

...view details