পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন', দেখুন প্রথম ঝলক - Chaalchitra Ekhon - CHAALCHITRA EKHON

Chaalchitra Ekhon Releases on OTT Platform: চলচ্চিত্রের গল্প ও পরিচালক মৃণাল সেনের গল্প নিয়ে আসছেন অঞ্জন দত্ত ৷ প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল পোস্টার ৷

Etv Bharat
'চালচিত্র এখন' অফিসিয়াল পোস্টার

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 3:52 PM IST

কলকাতা, 22 এপ্রিল: পরিচালক মৃণাল সেনের অনবদ্য সৃষ্টি 'চালচিত্র' নির্মাণের কাহিনি এবার বড় পর্দায়। আসছে 'চালচিত্র এখন'। মৃণাল সেনের 'চালচিত্র' নির্মাণের নেপথ্য কাহিনি এবং মৃণাল সেনের নানা কথা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। প্রযোজনায় এসভিএফ, পরিচালনায় মৃণাল সেনের মানসপুত্র অঞ্জন দত্ত। 10 মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পাশাপাশি আসবে হইচইয়ের ওয়েব প্ল্যাটফর্মে। প্রকাশ্যে এল ছবি অফিসিয়াল পোস্টার।

প্রযোজনা সংস্থা এসভিএফের তরফে পোস্টার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে তুলে ধরা হয়েছে, "এটা চলচ্চিত্রের গল্প, এটা মৃণালের গল্প। পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য পরিচালক অঞ্জন দত্তের ৷" উল্লেখ্য, মৃণাল সেনের ‘চালচিত্র’ দিয়েই অভিনয়ে জগতে অভিষেক ঘটেছে অঞ্জন দত্তর। মৃণাল সেনকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাঁকে অনুসরণ করেই সর্বদা হেঁটেছেন অভিনেতা-পরিচালক অঞ্জন। এবার সেই 'চালচিত্র' নির্মাণের সময়ের নানা ঘটনা নিয়েই 'চালচিত্র এখন' বানিয়েছেন তিনি।

উল্লেখ্য, '29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ দেখানো হয়ে গিয়েছে 'চালচিত্র এখন'। দর্শকদের প্রশংসা পেয়েছে এই ছবি। শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিশেষ জুরি পুরস্কারে সম্মানিত হয়েছে 'চালচিত্র এখন'। ছবিতে অঞ্জন দত্তকে দেখা যাবে মৃণাল সেনের চরিত্রে। পর্দায় তাঁর নাম মৃণাল সেনের জায়গায় কুণাল সেন। ঘটনাচক্রে মৃণাল সেনের পুত্রের নাম কুণাল সেন। আর 'চালচিত্র' নির্মাণের সময়ের তরুণ অভিনেতা থুড়ি নবাগত অঞ্জনের ভূমিকায় এবার অভিনয় করবেন নবাগত শাওন চক্রবর্তী। ছবিতে তাঁর নাম রঞ্জন দত্ত। মৃণাল-পত্নী গীতা সেনের ভূমিকায় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন অঞ্জনের সুযোগ্য পুত্র নীল দত্ত।

প্রসঙ্গত, 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি 'রাত-ভোর' মুক্তি পায় ৷ তবে ছবিটি সাফল্য পায়নি ৷ দ্বিতীয় ছবি 'নীল আকাশের নিচে' তাঁকে চলচ্চিত্র জগতে বিশেষ পরিচিতি এনে দেয় ৷ এরপর 'বাইশে শ্রাবণ' ছবির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পান পরিচালক মৃণাল সেন ৷ তাঁর পরিচালিত উল্লেখ্যযোগ্য ছবির মধ্যে রয়েছে 'ভুবন সোম', 'ইন্টারভিউ', 'কলকাতা 71', 'পদাতিক', 'খারিজ', 'মৃগয়া', 'আকালের সন্ধানে', 'অন্তরীণ' ৷ মৃণাল সেনের জন্মশতবর্ষে পরিচালক অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য 'চালচিত্র এখন' এ যুগের চলচ্চিত্র প্রেমীদের জানাবে এই বিখ্যাত পরিচালকের ছবি তৈরির নেপথ্য-কাহিনি ৷

ABOUT THE AUTHOR

...view details