নয়াদিল্লি, 26 মে: বিশ্বমঞ্চে সেরার পুরস্কারে সম্মানিত হয়ে, দেশে ফিরলেন অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ৷ গত 24 ঘণ্টায় যে নামটা ভারত তথা বিশ্বের চলচ্চিত্র জগতে অতিপরিচিত হয়ে উঠেছে ৷ কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা অনসূয়া কান ফিল্ম ফেস্টিভ্যালে 'আন সার্টেইন রিগার্ড' বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ৷ দিল্লি বিমানবন্দরে নেমে সংবাদ সংস্থা এএনআই-কে জানালেন, "খুব ভালো লাগছে ৷ আমি এখন শুধুমাত্র পরিবারের কাছে ফিরতে চাই এবং দু’দিন বিশ্রাম নেব ৷"
দু’দিনের বিশ্রাম শেষে ফের কাজে ফিরবেন বলে জানিয়েছেন, কানের মঞ্চে ভারত তথা বাংলার নামকে উজ্জ্বল করা অভিনেত্রী ৷ তিনি বলেন, "আপাতত দু’দিনের বিশ্রাম ৷ তারপর আমি আবারও ফিরব ৷ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই ৷" অনসূয়ার এই অসামান্য সাফল্য শুধু অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ারে নয়, বিশ্ব মঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে এক অন্য মাত্রা দিয়েছে ৷ বুলগেরিয়ান চিত্রপরিচালক কনস্ট্যানটিন বোহানোভের 'দ্য শেমলেস' সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷