মুম্বই, 13 জুলাই: অনুষ্ঠান হলে তখন বাজছে সানাইয়ের সুর ৷ উপস্থিত পরিবার থেকে দেশে বিদেশের তারকারা ৷ মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টার যেন চাঁদের হাট ৷ শুক্রবারের রাতে মায়ানগরীতে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট ৷ হাতে হাত রেখে সারাজীবন একসঙ্গে পথ চলা শুরু 'অরা' জুটির ৷
এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানি ৷ তাঁর ছোট ছেলের বিয়ে বলে কথা ৷ আয়োজনে যে কোনও খামতি থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই তো প্রায় বছর ভোর চলল বিয়ের আগে পরে দেশ বিদেশে নানান অনুষ্ঠান ৷ এরপরে অবশেষে দেশের মাটিতে অনন্ত অম্বানির এলাহি বিয়ে সম্পন্ন হল ৷ তিনি মহাসমারহে গাঁটছড়া বাঁধলেন মার্চেন্ট পরিবারের কন্যে ও দীর্ঘদিনের প্রেমিকা রাধিকার সঙ্গে ৷
রাধিকার চোখ ধাঁধানো বিয়ের সাজ (নিজস্ব ছবি) 'অরা' জুটির বিয়েকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বলছে নেটিজেনেরা ৷ এই বিবাহের আসরে কাকে ছেড়ে কাকে দেখবেন ব্যাপার ৷ অনন্ত-রাধিকার একসঙ্গে পথ চলার সাক্ষী হতে হাজির হলেন ভারতের প্রায় সমস্ত শীর্ষস্তরের ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বব্যাপী সেলিব্রেটি, রাজনীতিবিদ এবং বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টারেরা ৷
এই তারকাখচিত অতিথিদের তালিকায় ছিলেন কিম কারদাশিয়ান, কোল কারদাশিয়ান, নাইজেরিয়ান র্যাপার রেমা, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং সৌদি আরামকোর সিইও আমিন নাসের, স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জে লি, এবং জিএসকে পিএলসির সিইও এমা ওয়ালমসলির মতো ব্যবসায়িক ব্যক্তিত্বরা ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, অজয় দেবগন, রণবীর কাপুর, আলিয়া ভাট, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, এবং দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, রাম চরণ এবং মহেশ বাবুরা ৷
12 জুলাই বিয়ের অনুষ্ঠানের শুরুটা হয় অম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়া থেকে ৷ সাদা ফুলে সজ্জিত একটি লাল গাড়িতে করে সেখান থেকে জিও কনভেনশন সেন্টারে আসেন বর অনন্ত অম্বানি ৷ বর পক্ষের হয়ে সঙ্গে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া থেকে রণবীর সিংকে ৷ অনন্তের পরণে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ৷ বিয়ের আসরে রীতি মেনে তাঁকে মাথায় লাল রঙের পাগড়ি বেঁধে দেন অম্বানি পরিবারের গুরুজন ৷
অন্যদিকে সাদা-লালের মিশেলে রাজকন্যার বেশে ধরা দিয়েছেন রাধিকা ৷ ডিজাইনার জুটি আবু জানি-সন্দীপ খোসলার প্যাস্টেল রঙের পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি থেকে নীতা অম্বানি, ইশা অম্বানি, আকাশ অম্বানি ও আনন্দ পিরামল-সহ বাকিরাও ৷