মুম্বই, 6 জুলাই: 'তারকাদের মেলা'! দেখেছেন কখনও? আর হবে নাই বা কেন? ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা ! শুক্রবার সন্ধেয় নীতা ও মুকেশ অম্বানির মুম্বইয়ের কনভেনশন সেন্টারে কে যে বাদ পড়লেন তা মনে রাখা কঠিন ৷ নিমন্ত্রিতদের তালিকা ইয়া বড় ৷ আর তাঁরা যে সে মানুষ নন, সব হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা ৷ কারা কারা ছিলেন?
আগামী 12 জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তার আগে গতকাল হয়ে গেল জাঁকজমকপূর্ণ সঙ্গীত অনুষ্ঠান ৷ তিন মাস আগেই হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং। যা দেশ তো বটেই বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের নজর কেড়েছিল। গতকালের তাঁদের সঙ্গীতে পারফর্ম করতেই মুম্বইয়ে আসেন কানাডিয়ান জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার ৷
বিনোদন দুনিয়া থেকে এসেছিলেন, এদিন সঙ্গীতানুষ্ঠানের মঞ্চে জাস্টিন বিবারের গানে কোমর দুলিয়েছেন আমন্ত্রিত সকলেই ৷ শেহনাজ গিল, মৌনি রায়, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সলমন খান, কাজর আগরওয়াল, দিশা পাটানি, জ্যাকি ভাগনানি, রাকুল প্রীত সিং, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, আদিত্য রায় কাপুর, অন্যান্য় পান্ডে-সহ অন্যান্যরা ৷ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ৷ দেখা গিয়েছে, কেএল রাহুল, আথিয়া শেট্টি, হার্দিক পান্ডিয়া ও তাঁর দাদা ক্রুণাল পান্ডিয়া-সহ তাঁর স্ত্রীকে ৷ দেখা গিয়েছে ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সস্ত্রীক সূর্যকুমার যাদব-সহ অন্যান্যদের ৷
জানা গিয়েছে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়েতে কয়েকহাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। বিশেষ করে ভিভিআইপি ও ভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিকেটজগতের তারকা থেকে শুরু করে বলিউড সেলিব্রেটি, হলিউড এবং বড় রাজনীতিবিদরা। সংশ্লিষ্ট সূত্রে দাবি, অমিতাভ বচ্চন, সলমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনির মতো তারকারা অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। আর সঙ্গীতেই এর ঝলক দেখা গেল ৷
2022 সালের ডিসেম্বরে বাগ্দান সেরে রেখেছিলেন অনন্ত এবং রাধিকা। এ বছর 1-3 মার্চ পর্যন্ত জামনগরে বসেছিল অনন্ত-রাধিকার প্রথম প্রাক-বিবাহের অনুষ্ঠান। দ্বিতীয় পার্ট উদযাপন হয় বিদেশে। ইটালিতে এক বিলাসবহুল ক্রুজে ভাসতে ভাসতে প্রাক-বিবাহের উদযাপনের আয়োজন করেন অম্বানিরা। এরপর শুরু হয়েছে এই অনুষ্ঠান ৷