পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তথ্য প্রমাণ ছাড়াই...'ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনে কি বললেন অমিতাভ? - AMITABH ON AISHWARYA ABHISHEK

ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ প্রসঙ্গে অবশেষে জলসা থেকে এল খবর ৷ সোশাল অ্যাকাউন্টে মুখ খুললেন অমিতাভ বচ্চন ৷

Etv Bharat
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অমিতাভ (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 21, 2024, 5:26 PM IST

হায়দরাবাদ, 21 নভেম্বর: অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ গুঞ্জনে ইতি টানছেন অমিতাভ বচ্চন? এতদিন অভি-অ্যাশকে নিয়ে যে জল্পনা চলছিল, তারই ইতি টানতে কি আসরে শাহেনশা ?

শাহেনশা বলেন, "আলাদা হওয়া আর জীবনে এর উপস্থিতির উপর বিশ্বাস করতে সাহস লাগে ৷ দৃঢ় বিশ্বাস ও সততার প্রয়োজন হয় যে কোনও সম্পর্কে ৷ আমি পরিবার নিয়ে খুব কমই কথা বলি ৷ কারণ এটা আমার ব্যক্তিগত বিষয় আর আমি এটাকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি ৷ কিন্তু চারিদিকে শুধু গুঞ্জন আর গুঞ্জন ৷ সত্যতা যাচাই না করেই ভুল খবর রটানো হচ্ছে ৷"

বিগ বির পোস্ট 1 (সোশাল মিডিয়া পোস্ট)

বিগত কয়েক মাস ধরে অভিষেক ও ঐশ্বর্যকে নিয়ে নেটপাড়ায় ক্রমশ জলঘোলা হচ্ছে ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দুই পাওয়ার কাপলকে আলাদা আলাদা যেতে দেখেই প্রশ্ন ওঠে নেটপাড়ায় ৷ তারপর থেকেই দউই তারকার মধ্যে বিচ্ছেদ গুঞ্জন জোড়ালো হতে থাকে ৷ এমনকী, ঐশ্বর্যর জন্মদিনে অমিতাভ-অভিষেকের কেউই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা না জানানোয় গুঞ্জনের আগুনে ঘি পড়ে ৷

বিগ বির পোস্ট 1 (সোশাল মিডিয়া পোস্ট)

পরিবারের সদস্যদের নিয়ে এমন চর্চা স্বভাবতই ভালো চোখে দেখেননি বিগ বি ৷ ফলে জল্পনার অবসান ঘটাতে সত্যটা তুলে ধরেন নিজের ব্লগে ৷ তিনি একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেন ৷ কেন বারবার তথ্যপ্রমাণ ছাড়া কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিগ বি ৷ উল্লেখ্য, ঐশ্বর্য প্রয়াত বাবা কৃষ্ণা রাজ রাইয়ের জন্মদিন উদযাপন করেন মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইকে নিয়ে ৷ সেখানেও অনুপস্থিত ছিলেন অভিষেক বচ্চন ৷ গতবছরও এইদিন অভিষেককে দেখা গিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে ৷ তবে এবার ব্যতিক্রম ৷ তারমধ্যেই অমিতাভ বচ্চনের পোস্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে নেটপাড়া ৷

ABOUT THE AUTHOR

...view details