পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অসুস্থতার খবর 'ভুয়ো', অভিষেকের পাশে বসে খোশমেজাজে ম্যাচ দেখলেন 'বিগ বি' - Amitabh Hospitalization Fake News

Amitabh Bachchan: সকালে তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ল ৷ এদিকে বিকেলে ছেলে অভিষেকের পাশে বসে ম্যাচ দেখলেন অমিতাভ বচ্চন ৷ সেই ছবিও পোস্ট করেছেন বিগ-বি ৷ তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে একটি শব্দও তিনি সোশাল মিডিয়ায় লেখেননি ৷

ETV Bharat
অমিতাভ বচ্চন

By PTI

Published : Mar 16, 2024, 9:56 AM IST

Updated : Mar 16, 2024, 12:25 PM IST

মুম্বই, 16 মার্চ:হাসপাতালে ভর্তির খবরকে সাফ 'ভুয়ো' বলে উড়িয়ে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন ৷ শুক্রবার শোনা গিয়েছিল, তিনি অসুস্থ ৷ তাঁকে নাকি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এমনকী এও রটে যায়, বিগ বি-র অস্ত্রোপচার হবে ৷ অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা ৷ এদিকে এদিন বিকেলেই তিনি ছেলে অভিষেকের সঙ্গে খেলা দেখতে যান ৷ এমন ছবিও পোস্ট করেছেন তাঁর সোশাল মিডিয়ায় ৷ অমিতাভ-অভিষেকের পাশে বসে সচিন তেন্ডুলকর ৷ তবে অমিতাভ সোশাল মিডিয়ায় সক্রিয় থাকলেও নিজের অসুস্থতা নিয়ে একটি কথাও লেখেননি ৷

পোস্টে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক মহারাষ্ট্রের থানেতে দাদোজি কোন্ডাদেব স্টেডিয়ামে খোশ মেজাজে দিব্য ম্যাচ দেখছেন ৷ তাঁরা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএলের ম্যাচ দেখতে গিয়েছেন ৷ এই ম্যাচটি মাঝি মুম্বই এবং কলকাতার টাইগার্সের মধ্যে ৷ তাঁদের পাশেই বসে রয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর ৷

এদিকে সকাল থেকেই অমিতাভের অসুস্থতা এবং তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে ৷ তাতে উদ্বিগ্ন ভক্তরাও ৷ সোশাল মিডিয়ায় সেই নিয়ে একের পর এক পোস্ট করেন নেটিজেনরা ৷ তবে এদিনই অমিতাভের আরেকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন ৷ সেখানে এক কৌতূহলী দর্শক অমিতাভকে প্রশ্ন করছেন, "আপনি কেমন আছেন ?" এর উত্তরে বিগ বি সাফ বলেন, 'ভুয়ো খবর' ৷

সম্প্রতি অমিতাভ বচ্চনকে গুজরাতের টাটানগরে দেখা যায় ৷ সেখানে শিল্পপতি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের তৃতীয় দিনে সপরিবার হাজির হয়েছিলেন 81 বছর বয়সি প্রবীণ অভিনেতা ৷ তারপরেই আচমকা এদিন অভিনেতার হাসপাতালে যাওয়ার খবর সামনে আসে ৷ গত বছর মার্চ মাসে হায়দরাবাদে 'প্রজেক্ট কে' ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন শাহেনশাহ ৷ জানা গিয়েছিল, অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি নাকি ছিঁড়ে গিয়েছে ৷ তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা ৷ চলতি বছরের শুরুতেই অমিতাভের কব্জিতেও অস্ত্রোপচার হয়েছে ৷ 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনও তিনি উপস্থিত ছিলেন ৷ সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী অমিতাভের হাত কেমন আছে, তার খোঁজ নিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. হাসপাতালে ভরতি অমিতাভ, হল অস্ত্রোপচারও; উদ্বিগ্ন অনুরাগীরা
  2. ভালো বলেছেন স্যার, প্রতিবেশী দেশগুলি নিয়ে জয়শংকরের মন্তব্যের প্রশংসায় বিগ বি
  3. জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহবাসরে হাজির অমিতাভ-রজনীকান্ত
Last Updated : Mar 16, 2024, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details