পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'পুষ্পা 2' থেকে 'বেবি জন', ডিসেম্বরে প্রেক্ষাগৃহে ঝড় তুলবে যে ছবি - DECEMBER 2024 MAJOR FILM RELEASES

বছর শেষে বক্সঅফিসে আসছে একের পর এক ধামাকদার সিনেমা ৷ 'পুষ্পা 2: দ্য রুল' ছাড়াও রয়েছে আরও তিনটে বড় বাজেটের ছবি মুক্তি পাবে ডিসেম্বরে ৷

Arjun's Pushpa 2 To Varun Dhawan's Baby John
ডিসেম্বরে ঝড় তুলবে যে ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 6:31 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: চলতি বছরের শেষ মাসের দিকে তাকিয়ে রয়েছে বলিউড থেকে দক্ষিণী বিনোদন জগত ৷ বছর শেষ মাসে বক্সঅফিস দখল করতে মরিয়া সকলেই ৷ একদিকে যেমন মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল' তেমনই মুক্তি পাবে বরুণ ধাওয়ানের 'বেবি জন' ৷ তালিকায় রয়েছে আরও দুটি বড় বাজেটের সিনেমা ৷ যা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ ফলে মার মার কাটা কাট হতে চলেছে ডিসেম্বর মাস ৷

শুধু তাই নয়, দিওয়ালিতে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' এখনও দর্শক টানছে প্রক্ষাগৃহে ৷ ফলে প্রতিযোগিতায় এই ছবিকেও বাদ দিলে চলবে না ৷ একনজরে দেখে নেওয়া যাক ডিসেম্বরের বক্সঅফিস দখলে কোন কোন ছবি কবে মুক্তি পাচ্ছে ৷

1. পুষ্পা: 2 দ্য রুল (ছবির মুক্তি: 5 ডিসেম্বর)

আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত এই ছবির সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা বছরের শুরু থেকেই রয়েছে ৷ কারণ এই ছবি মুক্তির কথা অনেক আগেই ছিল ৷ তবে পরিচালক সুকুমার ছবির মুক্তি পিছিয়ে নিয়ে যান 5 তারিখ ৷ ফলে পুষ্পা রাজ ডিসেম্বরের শুরুতেই ম্যাজিক দেখাবেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে এই ছবি আলাদা ক্রেজ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ৷

2. জিরো সে রিস্টার্ট (ছবির মুক্তি: 13 ডিসেম্বর)

'টুয়েলভথ ফেল'(12th Fail) ছবির সাফল্যের পর বিক্রান্ত ম্যাসি ফির আসছে 'জিরো সে রিস্টার্ট' নিয়ে ৷ ছবির প্রিক্যুয়েল সামনে আনছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া ৷ ছবি তৈরির এক অন্যরকম কাহিনী শোনাতে প্রস্তুত পরিচালক ৷ ফলে সেই গল্পও শোনার জন্যও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

3. মুফাসা: দ্য লায়ন কিং (ছবির মুক্তি: 20 ডিসেম্বর)

লায়ন কিং-এর ফ্র্যাঞ্চাইজি 'মুফাসা: দ্য লায়ন কিং' মুক্তির অপেক্ষায়। ছবি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স ৷ অ্যাডভেঞ্চার মিউজিক্যাল ড্রামার হিন্দি ভার্সনে মুফাসা চরিত্রে শোনা যাবে শাহরুখ খানের কণ্ঠ ৷ তাঁর ছেলে আরিয়ান খান সিম্বা চরিত্রে ভয়েস ডাব করেছেন ৷ আর মুফাসা ছোটবেলার চরিত্রে ভয়েস দিয়েছে শাহরুখ পুত্র আব্রাম খান ৷ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ডাব করা, ছবিটি 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ৷

4. বেবি জন (ছবির মুক্তি: 29 ডিসেম্বর)

বলিউড তারকা বরুণ ধাওয়ানের হাত ধরে বক্সঅফিসে শেষ সিনেমা মুক্তি পাবে 29 তারিখ ৷ অ্যাটলি প্রযোজিত 'বেবি জন' মুক্তি পাচ্ছে ওই দিন ৷ এর আগে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে 'জওয়ান' ছবি উপহার দিয়েছেন ৷ ফলে 'বেবি জন' নিয়েও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে ৷ এই ছবি পরিচালনা করেছেন কালিস ৷ বিজয় অভিনীত 'থেরি' ছবির রিমিক এই ছবি৷ এছাড়াও হিন্দি ছবির মধ্যে 20 ডিসেম্বর মুক্তি পাবে নানা পাটেকরের 'বনবাস' ৷

ABOUT THE AUTHOR

...view details