পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'চুপ থাকা শ্রেয় কারণ...' পদপিষ্টের ঘটনায় গ্রেফতারি প্রসঙ্গে কি বললেন আল্লু অর্জুন? - ALLU ARJUN ON ARREST

বাড়ি ফিরেছেন আল্লু অর্জুন ৷ ফের একবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অভিনেতা ৷ সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনা পুরোটাই আকস্মিক বলে জানালেন আল্লু ৷

Etv Bharat
আল্লু অর্জুন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 14, 2024, 2:46 PM IST

হায়দরাবাদ, 14 ডিসেম্বর:সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় একরাত জেল খাটার পর ঘরে ফিরেছেন অভিনেতা আল্লু অর্জুন ৷ শনিবার সকালে তিনি ফেরেন জুবিলি হিলসের বাড়িতে ৷ সেখানে ফের একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা ৷ তিনি স্পষ্ট ভাষায় জানালেন, 'পুষ্পা 2' ছবির প্রিমিয়ারে এক মহিলার মৃত্যু অ্যাক্সিডেন্টাল ৷ তিনি এই ঘটনায় সত্যিই দুঃখিত ৷

মূলত ঘটনাটি ঘটেছে 4 ডিসেম্বর ৷ ছবির প্রিমিয়ারে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা পৌঁছলে হুড়োহুড়ি পড়ে যায় ৷ ঘটনায় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় ৷ সেই ঘটনায় তাঁর কোনও যোগ নেই বলে স্পষ্ট জানালেন আল্লু ৷ তিনি বলেন, "ঘটনা আকস্মিকভাবে ঘটেছে ৷ আমি 20 বছর ধরে সিনেমা মুক্তির পর হল পরিদর্শনে গিয়েছি ৷ আমি সন্ধ্যা থিয়েটারে গিয়েছে 30 বারের বেশি সময় ৷ আগে কখনও সেখানে এই রকম দুর্ঘটনা ঘটেনি ৷ আমি হলের ভিতরে বসে পরিবারের সঙ্গে সিনেমা দেখছিলাম ৷ আর বাইরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ আমার সঙ্গে ঘটনার কোনও যোগ নেই ৷ পুরো বিষয়টাই দুর্ভাগ্যজনক ৷ বাকি বিষয়ে আমার এখন চুপ থাকা দরকার ৷ কারণ আমি পুলিশের তদন্তে কোনও রকম হস্তক্ষেপ করতে চাই না ৷"

আল্লু অর্জুনের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

জেল থেকে বেরিয়ে আসার পর আল্লু বলেন, "প্রত্যেকের সাপোর্ট ও ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ ৷ চিন্তার কোনও বিষয় নেই ৷ আমি একদম ঠিক আছি ৷ আমি আইন মেনে চলা একজন নাগরিক ৷" পাশাপাশি তিনি নিহত পরিবারের সদস্যদের প্রতি নিজের সমবেদনা জানান ৷ তিনি বলেন, "আমরা পরিবারের অপূরণীয় ক্ষতির জন্য দুঃখিত ৷ এই ঘটনা আকস্মিকভাবে ঘটেছে ৷ আমি সত্যিই শোকার্ত ৷ ব্যক্তিগতভাবে ওই পরিবারের পাশে থাকার জন্য সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷"

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমি সংবাদমাধ্যমের মাধ্যমে ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ ছেলে বানির সাফল্যের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে প্রত্যেকে যেভাবে পাশে থেকেছে এর জন্য ধন্যবাদ ৷" এই মুুহূর্তে চার সপ্তাহের জন্য হাইকোর্টে 50 হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আল্লু অর্জুন ৷

আল্লু অর্জুন বাড়ির ফেরার পর তার সঙ্গে দেখা করতে যান একাধিক তারকা ৷ রানা দাগ্গাবাটি থেকে শুরু করে বিজয় দেবরেকোন্ডা, প্রযোজক দিল রাজু, পরিচালক সুকুমার দেখা করেন আল্লুর সঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details