হায়দরাবাদ, 13 মে:লোকসভা নির্বাচনের চতুর্থ দফা চলছে ৷ দেশের বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভোটাররা ৷ জম্মু-কাশ্মীর-সহ 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ ৷ দেশের গণতন্ত্রের উৎসবে সামিল হলেন বিনো দুনিয়ার একঝাঁক তারকা ৷ তেলুগু তারকা আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর থেকে এসএস রাজামৌলি, এমএম কীরাবাণি, চিরঞ্জীবী-সহ নাগা চৈতন্য আক্কিনেনি ভোট দিলেন হায়দরাবাদের একটি বুথে ৷ ভোটাধিকার প্রয়োগ করেন সানিয়া মির্জার পরিবারও ৷
দেশজুড়ে মোট 96টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। লোকসভা ভোটের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনও চলছে। অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হচ্ছে আজ। তেলেঙ্গানাতেও এক দফাতেই 17টি আসনে ভোট গ্রহণ চলছে ৷ এছাড়াও উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, ওড়িশার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি, বাংলার 8টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছন ভোটাররা।
সাতসকালেই হায়দরাবাদের জুবিলি হিলসের ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। লাইনে দাঁড়িয়ে বাকি সাধারণ নাগরিকের মতো ভোট দিয়েছেন তিনি। চোখে কালো চশমা ও লম্বা চুলে সাদা টি-শার্ট পরে তিনি নতুন লুকে ধরা দিয়েছেন ৷ হায়দরাবাদের জুবিলি হিলসে তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর, রাজামৌলি, এমএম কীরাবাণী, চিরঞ্জীবী-সহ নাগা চৈতন্য আক্কিনেনি ভোট দিতে দেখা গিয়েছে ৷ ভোটদানের পর আল্লু অর্জুন দেশবাসীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ।
তাঁর কথায়, "এটা দেশের সকল নাগরিকের দায়িত্ব। আগামী 5 বছরের জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন । আমি বলতে চাই, আমি রাজনৈতিকভাবে কোনও দলের সঙ্গে যুক্ত নই । আমি সব দলের প্রতি নিরপেক্ষ ৷" এদিন ভোটাধিকার প্রয়োগ করেন টেনিস তারকা সানিয়া মির্জার পরিবারও ৷ সপরিবার হায়দারবাদে তাঁরা ভোট দিয়েছেন। সানিয়া মির্জার বাবা বলেন, "ভোট দেওয়া শুধু অধিকার নয়, কর্তব্যও। দেশের উন্নয়নে জনগণকে অংশ নিতে হবে এবং তা ভোট দিয়েই করা যায়।"
আরও পড়ুন:
- 'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির
- প্রচারে একে-অপরকে তুলোধনা করেছেন! বর্ধমানে দেখা হতেই কোলাকুলি কীর্তি-দিলীপের
- লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের উপহার পেয়ে কেঁদে ফেললেন ইউসুফ