হায়দরাবাদ, 12 এপ্রিল: 30 বছরে প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেল কোনও ভারতীয় ছবি ৷ চলচ্চিত্র জগতকে গর্বিত করেছেন পরিচালক পায়েল কাপাডিয়া ৷ তাঁর পরিচালনায় অল উই ইমাজিন অ্যাজ লাইট পামে ডি'অর পুরস্কার জয়ের প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে বলে জানা গিয়েছে ৷ এর আগে 1994 সালে শাজি এন কারুণের ছবি স্বয়ম জায়গা পেয়েছিল।
প্যারিসে একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ-প্রতিনিধি আইরিস নব্লোচ এবং থিয়েরি ফ্রেমক্স খুশির এই খবর শেয়ার করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে ৷ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কারণ, গতবারের প্রতিযোগিতায় তালিকায় ছিলেন সাতজন মহিলা ৷ এবার প্রতিযোগিতার দৌঁড়ে চার মহিলা পরিচালকের মধ্যে রয়েছেন পায়েলও ৷
কান ফিল্ম ফেস্টিভ্যালে পায়েল কাপাডিয়া আগেও নজর কেড়েছেন দর্শকদের ৷ তাঁর বানানো তথ্যচিত্র 'আ নাইট অফ নট নোয়িং নাথিং' ডকুমেন্টারি 2021 সালে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন। 2017 সালে, তাঁর ছবি আফটারনুন ক্লাউডস উৎসবের সিনেফোন্ডেশন বিভাগে প্রদর্শিত হয়েছিল ৷
ভারতীয় সিনে দুনিয়ায় পালমে ডি'অর-পুরস্কারের জন্য বর্তমানে পায়েল রয়েছেন পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং আন্দ্রেয়া আর্নল্ডের মতো খ্যাতনামা পরিচালকের সঙ্গে ৷ তাঁর এই ছবিটি ভারতীয় প্রযোজনা সংস্থার পাশাপাশি ফরাসি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ৷ গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে, প্রভা ও অনু দুজন পরিযায়ী নার্সদের জীবনকে কেন্দ্র করে ৷ তাঁর জীবনের লড়াই আশা-আকাঙ্খাকে সুন্দর চিত্রপটে ফুটিয়ে তুলেছেন পরিচালক পায়েল ৷