পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রণবীরকে নিয়ে জন্মদিনের ডিনার ডেটে আলিয়া, বিশেষ দিনে সারপ্রাইজ অম্বানিদের - Alia Bhatt Birthday

Alia Bhatt celebrates 31st birthday: বৃহস্পতিবার পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ স্পেশাল ডিনার ডেটে পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে দিনটি তিনি কাটালেন একান্তে ৷ যোগ দেন আকাশ অম্বানি ও ইশা অম্বানি ৷

Etv Bharat
রণবীরকে নিয়ে জন্মদিনের ডিনার ডেটে আলিয়া

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 6:54 PM IST

হায়দরাবাদ, 15 মার্চ:দেখতে দেখতে জীবনের 30টা বসন্ত কাটিয়ে 31 পা দিয়েছেন আলিয়া ভাট ৷ বলিউডের প্রথম সারির সফল অভিনেত্রী কাজ থেকে একদিনের বিরতি নিয়ে সময় কাটালেন নিজের কাছের ও পরিবারের সদস্যদের সঙ্গে ৷ জন্মদিনে রণবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর, শাহিন ভাটের সঙ্গে তাজমহল প্যালেসে ডিনার ডেটে দেখা গিয়েছে আলিয়াকে ৷ বন্ধুর জন্মদিনে বিশেষ চমক দিলেন ইশা অম্বানি ও আকাশ অম্বানি ৷

আলিয়াকে এদিন দেখা গিয়েছে সাইনি করসেটের সঙ্গে নীল রঙের প্যান্ট ৷ অন্যদিকে, রণবীরকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ জন্মদিনের বিশেষ সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ গত বছর, লন্ডনে রণবীরকে সঙ্গে নিয়ে নিজের 30তম জন্মদিন পালন করেছিলেন গঙ্গুবাঈ ৷ সেই ছবি সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি ৷ দেখা গিয়েছিল রণবীর ও মা সোনি রাজদানের সঙ্গে চকোলেট কেক কাটছেন আলিয়া ৷ কেকের উপর লেখা 'ত্রিশ বছরে সানশাইন' ৷ তবে এবার আর বিদেশে নয়, মুম্বইতেই কোজি ডিনার ডেটে গেলেন তিনি ৷

কাজের দিকে নজর দিলে দেখা যায়, কিছুদিন আগেই করণ জোহরের রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছিল আলিয়াকে ৷ তাঁর বিপরীতে দেখা যায় রণবীর সিংকে ৷ অন্যদিকে, হার্ট অফ স্টোন ছবির হাত ধরে তিনি ডেবিউ করেছেন হলিউডেও ৷ এবার তাঁকে দেখা যাবে বাসান বালা পরিচালিত জিগরা ছবিতে ৷ যা মুক্তি পাবে চলতি বছেরের সেপ্টেম্বরে ৷ এই ছবিতে করণ জোহরের সঙ্গে সহকারি-প্রযোজক হিসাবেও রয়েছেন আলিয়া ৷ হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ৷ যেখানে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে ৷ 2025-এর ক্রিসমাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ৷

ABOUT THE AUTHOR

...view details