হায়দরাবাদ, 9 জুন: কঙ্গনার দুঃসময়ে পাশে দাঁড়ালেন হৃতিক রোশন ৷ চড় কাণ্ড নিয়ে যখন তোলপাড় সোশাল মিডিয়া, তখন ঘটনার প্রতিবাদ করলেন একদা কঙ্গনার চর্চিত বয়ফ্রেন্ড হৃতিক রোশন ৷ বিতর্ক ভুলে বলিউড কুইনের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷
দিল্লির কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের প্রতিবাদে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সাসপেন্ডের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলা সিআইএসএফ কর্মীকে ৷ তবে ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা কাম্য নয়, এই মর্মে প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারাও ৷ শনিবার সাংবাদিক ফায়ে ডিসুজা এই সংক্রান্ত একটি প্রতিবাদী পোস্ট করেন ইনস্টাগ্রামে ৷
সেখানে তিনি লেখেন, "কঙ্গনার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অবাঞ্ছনীয় ৷ হিংসা কখনও সমস্যার সমাধান হতে পারে না ৷ যে দেশ গান্ধিজীর অহিংসা নীতিতে বিশ্বাসী সেখানে এই ধরনের ঘটনা অপ্রীতিকর ৷ কোনও একটা বিষয়ে নানা মানুষের নানা মত হতে পারে ৷ কিন্তু তার পরিবর্তে হিংসাকে সমর্থন করা যায় না ৷" এই পোস্ট সামনে আসার পর তা লাইক করতে দেখা গিয়েছে হৃতিক রোশন ও আলিয়া ভাটকে ৷ এছাড়াও প্রতিবাদী পোস্টে সমর্থন জানিয়েছেন সোনি রাজদান, জোয়া আখতার, সোনাক্ষী সিনহা ও অর্জুন কাপুরের মতো তারকারা ৷
প্রসঙ্গত, এর আগে আলিয়া ভাটের অভিনয় নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন 'তনু ওয়েডস মনু' অভিনেতা ৷ একাধিক সময় তাঁকে নেপোটিজমের প্রোডাক্ট বলেও মন্তব্য করেছেন ৷ তবে তা নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি আলিয়াকে ৷ অন্যদিকে হৃতিকের সঙ্গে কঙ্গনাকে নিয়ে সম্পর্কের জলঘোলা কম হয়নি ৷
পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, সংবাদমাধ্যমের সামনে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িও করতে দেখা গিয়েছে 'কৃষ 2' তারকাদের ৷ তবে বিতর্ক, মান-অভিমানের থেকে উপরে একজন মহিলার সম্মান ৷ প্রতিবাদের কারণ যাই হোক না কেন, তা হিংসাত্মক হতে পারে না ৷ সাংবাদিক ফায়ের সেই বার্তাকেই সমর্থন করেছেন হৃতিক রোশন, আলিয়া ভাটের মতো তারকারা ৷