মুম্বই, 12 জুলাই: গত কয়েকদিন ধরে আসন্ন ছবি 'সরফিরা'র প্রচারের জন্য ঘুরে বেড়াতে হয়েছে অক্ষয় কুমারকে ৷ জানা গিয়েছে, প্রচারের মাঝেই তিনি অসুস্থতা বোধ করেন ৷ শুক্রবার জানা গেল কোভিড আক্রান্ত 'খিলাড়ি' ৷ চিকিৎসকের পরামর্শ মেনে কোভিড পরীক্ষা হলে তাতে পজিটিভ ধরা পড়েছে অক্ষয়ের ৷ এদিকে শুক্রবারই তাঁর নতুন ছবি মুক্তি পেয়েছে 'সরফিরা' ৷
করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে ঘরবন্দি রেখেছেন অভিনেতা ৷ বন্ধ রাখতে হয়েছে ছবির প্রচারও ৷ শুক্রবার আবার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ৷ আমন্ত্রণ সত্ত্বেও তিনি সেই 'বিগ ফ্যাট ওয়েডিং'ও মিস করছেন ৷ জানা গিয়েছে, মুকেশ অম্বানি নিজে অক্ষয় কুমারের বাসভবনে গিয়ে অভিনেতাকে কনিষ্ঠ পুত্রের বিয়ের নিমন্ত্রণ করে এসেছিলেন। কিন্তু কোভিড রিপোর্ট পজিটিভ আসায় অম্বানিদের এই আলিশান বিয়েতে তিনি অংশ নিতে পারবেন না।
এদিকে অনন্ত-রাধিকার বিয়ের অতিথি তালিকা যে বেশ লম্বা, সে কথা বলার অপেক্ষা রাখে না। তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা। পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও ইতিমধ্যেই মায়ানগরীতে এসে উপস্থিত হয়েছেন 'অরা'র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৷
আজই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি সরফিরা। এই ছবি 2020 সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'সুরারাই পত্রু'র অফিসিয়াল হিন্দি ভার্সন। সুধা কোঙ্গারা এই ছবিটির পরিচালনা করেছেন। অক্ষয় কুমার ছাড়াও এখানে পরেশ রাওয়াল, রাধিকা মদন, সুরিয়া, প্রমুখকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে অক্ষয় না-থাকলেও কে কোন ডিজাইনের পোশাকে সাজবেন অম্বানিদের বিয়ের লাল গালিচায়, তা থেকে দেখার জন্য মুখিয়ে রয়েছে নেটপাড়া।