মুম্বই, 13 ডিসেম্বর: 'হেরা ফেরি' ও 'ওয়েলকাম' ফ্রাঞ্চাইজির নতুন ছবির শুটিংয়ের পাশাপাশি আরও একটি ছবির ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় তিনি জানালেন, দক্ষিণী ছবি 'সুরারাই পোত্রু'র রিমেক হতে চলেছে ৷ নাম 'সরফিরা' ৷ মুক্তি পাবে চলতি বছর জুলাই মাসে ৷
'সুরারাই পোত্রু' পরিচালনা করেন সুধা কঙ্গরা ৷ মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার সূর্যকে ৷ ছবিটি দর্শকের দরবারে ভীষণ প্রশংসিত হয় ৷ তামিল এই ছবি বক্স অফিসে যেমন প্রভাব ফেলে, তেমনই জিতে নেয় পাঁচটি জাতীয় পুরস্কার ৷ তার মধ্যে ছিল বেস্ট ফিচার ফিল্ম ও বেস্ট অ্যাক্টরও ৷ স্বভাবতই সেই ছবিকে এ বার হিন্দিভাষী দর্শকদের জন্য নিয়ে আসার পরিকল্পনা করেছেন অভিনেতা খিলাড়ি কুমার ৷ পরিচালক থাকছেন কঙ্গরা নিজেই ৷
তিনি সোশাল মিডিয়ায় টিজার শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "স্বপ্নটা বড় ৷ লোকে তোমাকে পাগল ভাবতে পারে ৷ সরফিরা চলতি বছর 12 জুলাই মুক্তি পেতে চলেছে নিটকবর্তী প্রেক্ষাগৃহে ৷" নির্মাতাদের মতে, সরফিরা হল এমন এক গল্প যা একজন ভারতীয়র দৃঢ় মানসিকতা, পরিশ্রম, সংকল্পের কথা তুলে ধরে ৷ শ্রেণি, বর্ণ এবং ক্ষমতার প্রেক্ষাপটে আর্থ-সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ জানায় এই ছবি ৷
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, রাধিকা মদন ও সীমা বিশ্বাসকে ৷ ছবির গল্প লিখেছেন কঙ্গরা ও শালিনী ঊষাদেবী ৷ সংলাপ লিখেছেন পূজা তোলানি ৷ ছবি প্রযোজনার দায়িত্বে কেপ অফ গুড ফিল্মসের অরুণা ভাটিয়া ৷ সঙ্গে রয়েছে দক্ষিণী তারকা সূর্য ও জ্যোতিকার 2ডি এন্টারটেইনমেন্ট ও বিক্রম মালহোত্রার প্রযোজনা সংস্থা ৷